টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) প্রেম এখন ওপেন সিক্রেট। একে অপরের দশ-গুণ নিয়েই জনপ্রিয় এই লাভ বার্ডস দেখতে দেখতে একে অপরের সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ১৩ বছর।
বহু দিন ধরেই একে অপরকে ডেট করছেন এই মিষ্টি জুটি। চলতি বছরের ১৪ই ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের (Valentine’s Day) দিনেই পূর্ণ হয়েছে তাঁদের সম্পর্কের ১৩ বছর। এরই মাঝে ফাঁস হল অভিনেতার গোপন প্রেমের রহস্য। ঐন্দ্রিলার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও নাকি তিনি জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে।
আর সেকথা ভরা মঞ্চে নিজেই জানিয়েছেন অঙ্কুশ। এমনিতে বরাবরই ইন্ডাস্ট্রিতে মজার মানুষ হিসাবেই পরিচিত অঙ্কুশ। তাই অভিনয়ের পাশাপাশি জমিয়ে করেন সঞ্চালনাও। ডান্স বাংলা ডান্সের মতোই সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডও সঞ্চালনা করেছেন অঙ্কুশ।
সেখানেই এদিন দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলার কাছে গড়গড় করে সব সত্যি স্বীকার করে নেন অঙ্কুশ। তাঁদের সেই কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অঙ্কুশ নিজেই ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে বলছেন, ‘যাই করি জীবনে তুমি ছিলে আছে থাকবে, মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দু-একবার ধরা পড়েছি।’
হবু বৌয়ের হাতে কীভাবে ধরা পড়েন অঙ্কুশ? সেকথাও নিজেই জানালেন অঙ্কুশ। অভিনেতা কে বলতে শোনা যাচ্ছে ‘তুমি আমার পুরনো ফোন চেক করেছিলে। যদিও খুব অন্যায় করেছিলে।’ এরপরেই ঐন্দ্রিলার কাছে অঙ্কুশের অনুরোধ, ‘আমায় প্লিজ ক্ষমা করে দিও’।
View this post on Instagram
প্রসঙ্গত গোটা বিষয়টাই যে মজার ছলে করা তা বুঝতে বাকি নেই কারও। আসলে এই জুটির অনুরাগীরা জানেন অঙ্কুশ-ঐন্দ্রিলা মাঝেমধ্যেই এমন হাসি মজা করে থাকেন। তবে মুখে যাই বলুন না কেন অঙ্কুশ এখন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। কিছুদিন আগেই তাঁদের আইনি বিয়ের ব্যাপারে আশা জাগাতে শোনা গিয়েছিল অঙ্কুশকে।