• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা থেকে নেতা হওয়ার দৌড়ে এবার সামিল অঙ্কুশ! রাজনীতিতে পা রাখছেন অভিনেতা

দরজায় কড়া নাড়ছে ২০২১ এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) । শেষ সময়ে শাসক ও বিরোধী দল গুলি গুছিয়ে নিচ্ছে নিজেদের সংগঠন। এই পরিস্থিতিতে কার্যতই উত্তাল রাজ্য রাজনীতি। রাজনীতির (Politics) সঙ্গে বিনোদন (Entertainment) জগতের মেলামেশা আজকের নয়।

রোজই নতুন নতুন চমক আসছে ভোটের আগে। টলিপাড়ায় লেগেছে অভিনেতা অভিনেত্রী থেকে নেতা নেত্রী হওয়ার হিড়িক। রোজই কোনোনা কোনো তারকা পা রাখছেন রাজনীতির ময়দানে। ইতিমধ্যেই টলিউডের হেভিওয়েট তারকারা যেমন সায়নী ঘোষ, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষের মত একঝাঁক তারকারা যোগ দিয়েছেন তৃণমূল অথবা বিজেপিতে। মিমি, নুসরত, দেব তো অনেক আগে থেকেই রয়েছেন রাজনীতিতে।

   

Ankush Hazra Oindrila Sen অঙ্কুশ ঐন্দ্রিলা

এমতাবস্থায় টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কাছেও যে বিভিন্ন দলের থেকে প্রস্তাব আসবে তা বলাই বাহুল্য। কিন্তু আগেই এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব বারংবারই এসেছে কাছে। কিন্তু রাজনীতি সম্পর্কে কিছুই বোঝেননা তিনি এবং ঐন্দ্রিলা। আর তাদের মতে, মানুষের পাশে দাঁড়াতে গেলে কোনও রাজনৈতিক পদের প্রয়োজন নেই। এই বেশ ভাল আছেন দু’জনে, যেমন সোনু সুদের উদাহরণ টেনে অঙ্কুশ জানান, “রাজনীতিতে না এসেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। যেমনটা সোনু সুদ (Sonu Sood) করে দেখিয়েছেন। আমফান ও করোনা (Corona Virus) পরিস্থিতিতে আমি আর ঐন্দ্রিলাও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। যতটা পেরেছি, সাহায্য করেছি। তবে রাজনীতি বিশাল বড় দায়িত্ব। সেই যোগ্যতা আমার ও ঐন্দ্রিলার নেই।” তবে রাজনীতি নিয়ে কোনোও বিরূপ মনোভাবও অঙ্কুশের নেই।

যদিও এবার রাজনীতি নিয়ে অঙ্কুশের ধারণা আরও স্পষ্ট হয়েছে তারই করা একটি টুইটার পোস্টে, শ্রাবন্তীর বিজেপিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লেখেন অঙ্কুশ। সেই পোস্টে কার্যত টলিউডের বন্ধুদের খোঁচা দিলেন তারকা। অঙ্কুশ টুইটারের দেওয়ালে লেখেন, ‘আমিও ভেবেছিলাম কোন Pwari-তে যোগ দিই? বুঝলাম আমার দ্বারা হাউজ Pwari ছাড়া আর কিছু হবে না, তাও সেটা যদি অন্য কেউ স্পনসর করে’।

site