• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুষ্পার আল্লু অর্জুনকে তীব্র ভাবে ব্যঙ্গ করলেন অঙ্কুশ হাজরা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

একেবারে বক্স অফিসে দাপিয়ে বেড়ানোর পর সদ্য নতুন ছবিকে জায়গা ছেড়ে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে ‘পুষ্পা’ (Pushpa)। কিন্তু পুষ্পা সিনেমাহল থেকে সরে গেলেও অভিনেতা আল্লু অর্জুনের ম্যাজিক এখনও অব্যাহত। বলা চলে, পুষ্পা ইতিহাস তৈরি করেছে বহুদিন পর৷ পুষ্পার জনপ্রিয়তা এখন সারা বিশ্ব জুড়েই।

আল্লু অর্জুনের ছবি পুষ্পার সব গানই তুমুল জনপ্রিয় হয়েছে। শুধু গানই বা বলছি কেন আল্লু অর্জুনের এই সিনেমার গান, সংলাপ, দৃশ্য, নায়কের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’।

   

Usha uthup,srivalli Bengali version,pushpa,srivalli,allu arjun,উষা উত্থুপ,শ্রীভল্লী বাংলা ভার্সন,আল্লু অর্জুন,পুষ্পা,অঙ্কুশ হাজরা,Ankush hazra

আল্লুর করিশ্মায় সারা দুনিয়া মেতে কতজন যে তার স্টাইলে হেঁটে,চশমা পরে, কিংবা বিড়ি মুখে নিয়ে রিল বানিয়েছে তা গুনে শেষ করা যাবেনা৷ টলিউড, বলিউড, সিনে দুনিয়া থেকে ক্রীড়াজগত সকলেই পুষ্পার গানের তালে কোমর দুলিয়েছে।

Usha uthup,srivalli Bengali version,pushpa,srivalli,allu arjun,উষা উত্থুপ,শ্রীভল্লী বাংলা ভার্সন,আল্লু অর্জুন,পুষ্পা,অঙ্কুশ হাজরা,Ankush hazra

তবে সকলে আল্লু অর্জুনকে অন্ধভাবে সমর্থন করলেও অভিনেতার দিকে কার্যত ব্যঙ্গ ছুঁড়ে দিলেন টলিউডের সুপারস্টার অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেতার এই ট্রোলিং ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘পুষ্পা’ ছবির ‘ঝুকেগা নেহি শালা’ ডায়লগটি এযাবতকালে এমন কেউ নেই যার মুখে শোনা যায়নি।

Usha uthup,srivalli Bengali version,pushpa,srivalli,allu arjun,উষা উত্থুপ,শ্রীভল্লী বাংলা ভার্সন,আল্লু অর্জুন,পুষ্পা,অঙ্কুশ হাজরা,Ankush hazra

এই ডায়লগকে ধার নিয়েই অঙ্কুশ হাজরা মাধ্যমিকের পরিক্ষার্থীদের বুদ্ধি দিয়েছেন, পরীক্ষার হলে টুকলি করার সময় হাত থেকে কাগজ পড়ে গেলে পুষ্পাকে ফলো করলেই বিপত্তি হবে। তখন ‘ঝুকেগা নেহি’ না বলে তাদের উচিৎ তৎক্ষণাৎ জিনিসটা তুলে নেওয়া।

 

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)