ছোটবেলায় কাউকে দেখা এটা বলা খুবই মুশকিল যে বড় হয়ে সে কি হবে। ছোট বেলার রোগ পটকা ছেলেরা বড় হয় যে টলিউডের সিনেমার হিরো (Tollywood Star) হবে না তার কি গ্যারিন্টি রয়েছে। তাছাড়া বর্তমানের তারকারাও তো একসময় ছোট ছিলেন। তাঁরা কি আর শৈশবে বুঝতে পেরেছিলেন যে আজকের ষ্টার হতে চলেছেন তারা।
তবে পছন্দের অভিনেতাদের ছোটবেলার ছবি দেখতে সবারই বেশ ভালো লাগে। কি তাই তো? বাঙালিদের বিনোদনের কথা উঠলে সবার আগে আসে টলিউডের সিনেমার কথা। আর টলিউডের সিনেমা মানেই প্রসেজিৎ, দেব, জিৎ, অঙ্কুশ এদের নায়কেরা। সিনেমার পর্দায় ফাটাফাটি অ্যাকশন থেকে রোম্যান্সের দৃশ্যে পছন্দের অভিনেতাদের দেখতে বেশ ভালোই লাগে। তবে এই অভিনেতাদের ছোট বেলার ছবি দেখলে হয়তো চিনতেই পারবেন না কার ছবি দেখছেন।
এই যেমন এখানে ছবিতে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু টলিউডের একজন বিখ্যাত অভিনেতা। যতদিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বেড়ে চলেছেন অভিনেতার। জামাই ৪২০, কি করে তোকে বলবো, জুলফিকারের মত সুপারহিট বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। গতবছরই রিলিজ হয়েছে অভিনেতার ছবি ম্যাজিক।
এইবার নিশ্চই বুঝতে পেরে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কথাই বলছি। অভিনেতাকে ছোট বেলায় এমনটাই দেখতে ছিল। এক দেখায় এই ছবি দেখে অঙ্কুশ হাজরাকে চিনে নিতে পারা একপ্রকার কঠিন বলা যেতে পারে। আসলে কিছুদিন আগে নিজের ছোট বেলার একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। যেখানে স্কুল ড্রেস পড়া চোখে চশমা দেওয়া একটি ছেলেকে দেখা যাচ্ছে। আর সাথে ক্যাপশনে লেখার রয়েছে, ‘মনে হয় ক্লাস ৮, যদিও নিশ্চিত নই’।
অর্থাৎ নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। যা দেখে রীতিম চমকে গিয়েছিল সকলে। কারণ আজকের অঙ্কুশ আর ছবিতে দেখতে পাওয়া ক্লাস ৮ এর অঙ্কুশের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ছবিতে রোগ পাতলা চোখে চশমা দেওয়া একটা ছেলেকে দেখা যাচ্ছে। সেখানে বর্তমানে টলিউডের হ্যান্ডসাম হিরো তিনি।
বর্তমানে টলিপাড়ার হ্যান্ডসাম হিরোদের মধ্যে অন্যতম অঙ্কুশ। সাথে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। লক্ষাধিক অনুগামীদের জন্য প্রতিনিয়ত ছবি ও ভিডিও শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে ও হাজারো লাইক কমেন্ট চলে আসে। অভিনেতা ইতিমধ্যেই নিজের জীবন সঙ্গীকেও খুঁজে পেয়ে গিয়েছেন। টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ হাজরা। তবে ঠিক কবে বিয়ে করছেন সেটা এখনও জানা যায়নি।