• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে নতুন অতিথি! বিয়ের আগেই খুশির হাওয়া তারকাজুটির মনে

Published on:

অঙ্কুশ হাজড়া, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে, টলিউড, oindrila sen, Ankush hazra, tollywood, Anukush hazra Oindrila sen romantic video

টলিপাড়ায় একে একে বিয়ের ফুল ফুটছে। ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধে ফেলেছেন অনির্বাণ-মধুরিমা থেকে গৌরব-দেবলীনা। আগামী ৪ ফেব্রুয়ারী বিয়ে সেরে ফেলবেন নীল ভট্টাচার্য তৃণা সাহাও। এই সুযোগেই কি তবে বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করলেন টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ-ঐন্দ্রিলা? প্রায় ১০ বছর একে অপরের সঙ্গে বেঁধে রয়েছেন এই তারকা জুটি। কোনোও রাখঢাক না রেখেই চুটিয়ে প্রেম করেন তারা।

অনেকদিন ধরেই বিভিন্ন ভাবে আভাস দিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলা জানানোর চেষ্টা করছেন যে শীঘ্রই সাত পাক ঘুরে ফেলবেন তারা। আর বিয়ের আগেই সুখবর দিলেন তারকা জুটি৷ ঘরে নিয়ে এলেন নতুন অতিথি। কিনে ফেলেছেন নতুন গাড়ি – স্কোডা। স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত এই অঙ্কুশ- ঐন্দ্রিলা। শোরুমে গাড়িতে হেলান দিয়ে পোজ ও দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অঙ্কুশ ধূসর টি শার্ট, কালো জিন্সে যথারীতি হ্যান্ডসাম। ঐন্দ্রিলা ফ্লোরাল প্রিন্টের কালো শর্ট ড্রেসে দুষ্টুমিষ্টি।

এদিকে অনির্বাণ এর বিয়েতে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা। তবে দিনক্ষণ কিছুই জানাননি এখনো তারা। কেবল তিনি লিখেছিলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ ‘মালতী’-কে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥