• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের ও হার মানাবে অঙ্কুশের লুক! হ্যালুউইনে একী অবতারে হাজির অভিনেতা

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ব্যক্তিগত ভাবে যে বেশ মজার মানুষ তা বলাই বাহুল্য। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাঝেমধ্যেই মজার মজার ভিডিও ছবি পোস্ট করে অনুরাগীদের মন ভালো করেন অভিনেতা। তবে এই কারণে অনেক ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু সেসবের বিশেষ ধার ধারেননা তিনি, বরং নিত্যনতুন কীর্তি ঘটিয়ে আরও বিতর্কের সৃষ্টি করেন অঙ্কুশ।

সম্প্রতি ইন্সটাগ্রামে তার নতুন ছবি নিয়ে উঠেছে হাসির রোল। ঠোঁটে লিপস্টিক, মাথায় টায়রা, চোখে আইশ্যাডো-ওয়ালা স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে এক্কেবারে মেয়ে রূপে ধরা দিয়েছেন অভিনেতা। এদিকে তারমাঝে জ্বলজ্বল করছে তার মোটা গোঁফ। ফিল্টারের কামালে যেকোনো সুন্দরী নায়িকাকেও হার মানাবেন তিনি।

আবার কোথাও তিনি সেজেছেন নিতান্তই বাচ্চা মেয়ে,একটি ছবিতে আবার কলা বিনুনিও বাঁধতে দেখা গেছে তাকে। হ্যালউইনের আবহে এই ছবি দেখে খানিক ভয়ই পেয়েছেন অঙ্কুশ ভক্তরা। শুধু মেয়েই নয়। গতরাতের সিরিজে অঙ্কুশের একগুচ্ছ ছবির মধ্যে কোথাও তিনি ব্যবহার করেছেন বাচ্চা ছেলের ফিল্টার, কোথাও বা সেজেছেন মাচো ম্যান। আর সবশেষে তিনি ছবি দিয়েছেন হ্যালউইন মেকাপে। কালিপুজোর আগে হ্যালউইন নাইটে এই অদ্ভুতূরে সাজ সাইবার পাড়ায় আজকাল ট্রেন্ড। অঙ্কুশ সেই সুযোগ কাজে লাগাতেই নেট পাড়ায় তা রাতারাতি ভাইরাল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অঙ্কুশের জিমে না যেতে চাওয়ার ভিডিওও।ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন- ‘পুজোর পর প্রথমদিন জিমে গিয়ে…’। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনার তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর অঙ্কুশ বায়না করার ভঙ্গিতে বলছেন- ‘আর যাব না, আর পারছি না, আর ভালো লাগছে না’র মতো শব্দ। অন্যদিকে নাছোড়বান্দা ট্রেনার বলছেন- ‘না চলো.. পারতেই হবে..করতেই হবে’। এই মজার ভিডিওটি অবশ্যই অভিনয় করে ভিডিও করা। তবে এই মজার ভিডিওর সঙ্গে রিলেট করতে পেড়েছে অসংখ্য বাঙালি।

 

View this post on Instagram

 

#snapchat moments .. ?

A post shared by Ankush (@ankush.official) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥