টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। দীর্ঘদিন ধরেই প্রেম করে আসছেন দুজনে, এবার ২০২১ সালে নিজেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চলেছেন। আর টলিউডের এই লাভ বার্ডসদের বিয়ের খবর শুনে উচ্ছসিত নেটিজেনরা। আসলে টলিউডের এই সেলেব্রিটি কাপল নিজেদের সম্পর্ক বেশ প্রকাশ্যেই রেখেছেন। কোনো লুকোছাপা তেমন ছিল না।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে প্রায়শই একত্রে দেখা যেত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে। সোশ্যাল মিডিয়াতে দুজনেই বেশ সক্রিয়। প্রায়শই নিজেদের ছবি ও ভিডিও শেয়ার করেন সেখানে। আর ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন নিজেদের অনুগামীদের। ২০১১ থেকে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। অবশেষে হাজারো খুঁনসুটি আর মজার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই সেলেব্রিটি কাপল।
গতবছরের শেষের দিকে বিয়ের আগেই প্রি হানিমুনে পাড়ি দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। কিছুদিন আগেই সেখান থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন দুজনে। বরফের দেশে ঘুরতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই। সেখানে কিছু ছবিতে বেশ ঘনিষ্ট হতেও দেখা গিয়েছিল দুজনকে।
সম্প্রতি ঐন্দ্রিলা তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে ঐন্দ্রিলাকে চুমু দিয়ে ভরিয়ে দিয়েছেন অভিনেতা অঙ্কুশ। নিজেদের প্রেমের শুরুর কথাও উল্লেখ করেন ভিডিওতে। ১২ ফ্রেবুয়ারী ২০১১ সালে ঐন্দ্রিলা তাঁর জীবনে আসে। আর এবার তাদের প্রেমের ১০ বছর পূর্তির দিনেই রিলিজ হতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলার নতুন ছবি ম্যাজিক। ঐন্দ্রিলার শেয়ার করা এই ভিডিও এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram