• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যে কোনোও মুহূর্তে হতে পারে বিপদ! গাড়ি চালাতে চালাতে এ কী করলেন অঙ্কুশ, ভাইরাল ভিডিও

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ব্যক্তিগত ভাবে যে বেশ মজার মানুষ তা বলাই বাহুল্য। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাঝেমধ্যেই মজার মজার ভিডিও ছবি পোস্ট করে অনুরাগীদের মন ভালো করেন অভিনেতা। তবে এই কারণে অনেক ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু সেসবের বিশেষ ধার ধারেননা তিনি, বরং নিত্যনতুন কীর্তি ঘটিয়ে আরও বিতর্কের সৃষ্টি করেন অঙ্কুশ।

সম্প্রতি তার একটি ভিডিও নিয়ে ফের শোরগোল পড়েছে নেট-পাড়ায়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাবে একেক দিন একেক রকমের কান্ড ঘটান তিনি। কিন্তু আজ তিনি যা করলেন তা দেখে বেজায় চটেছেন নেট পাড়ার একাংশ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হিন্দি গান চালিয়ে গাড়ি চালাতে চালাতে রীতিমতো নাচছেন অঙ্কুশ। বলাই বাহুল্য, গাড়ি চালানোর সময় এইভাবে অন্যদিকে মন দিলে যেকোনো মুহূর্তেই ঘনিয়ে আসতে পারে বিপদ।

ভিডিওটিতে ইতিমধ্যেই উঠে এসেছে রকমারি মন্তব্য। টলি ডিভা শুভশ্রী ভিডিওটিতে কমেন্ট করে লিখেছেন ‘পাগলা’৷ আবার ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, ” দাদা আমি কলকাতাতে থাকি কিন্তু আমার বর্ধমানে বাড়ি, তাই আমার বন্ধুরা আমায় বর্ধমানের বিষমাল বলে”, এই কমেন্টের জবাবে অঙ্কুশ লেখেন, “টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট! এখনকার যুগে বিষমাল না হলে জীবনে এগোতে পারবেনা”। এই ভিডিও পোস্ট করতেই নিমেষে তা ভাইরাল হয় নেট দুনিয়ায়।

হ্যালুউনের সময়েও অদ্ভুত ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। ঠোঁটে লিপস্টিক, মাথায় টায়রা, চোখে আইশ্যাডো-ওয়ালা স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে এক্কেবারে মেয়ে রূপে ধরা দিয়েছিলেন অভিনেতা। এদিকে তারমাঝে জ্বলজ্বল করছে তার মোটা গোঁফ। ফিল্টারের কামালে যেকোনো সুন্দরী নায়িকাকেও হার মানাবেন তিনি।

 

View this post on Instagram

 

Going for a saturday meeting in freeeesh mood.. #saturdaymood

A post shared by Ankush (@ankush.official) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥