• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত প্রেমিকা আজ মিসেস জৈন, স্বামীকে জরিয়ে ধরে প্রেগনেন্সি ঘোষণা করলেন অঙ্কিতা লোখান্ডে!

Published on:

Ankita Lokhande’s latest photo with husband Vicky Jain sparks pregnancy rumours

হিন্দি টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত নাম হল অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখা অঙ্কিতা বলিউড ডেবিউও হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম সক্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তিনি।

মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবন এবং কাজ সম্বন্ধিত নানান পোস্ট করে থাকেন ছোটপর্দার অর্চনা। স্বামী ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি সাজানো রয়েছে অঙ্কিতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এবার সেই অভিনেত্রীই শীঘ্রই মা (Pregnant) হতে চলেছেন।

Ankita Lokhande

হ্যাঁ, ঠিকই শুনেছেন। খুব তাড়াতাড়ি অঙ্কিতা এবং ভিকির পরিবারে খুদে সদস্য আসতে চলেছে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার প্রেগন্যান্সি নিয়ে নানান রকমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে অঙ্কিতা নিজেই সেই বিষয়ে একপ্রকার ‘শিলমোহর’ দিয়ে দিলেন।

সম্প্রতি ছোট পর্দার অর্চনা সামাজিক মাধ্যমে নিজের ভ্যাকেশনে একাধিক ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলিতেই স্পষ্ট অভিনেত্রীর ‘বেবি বাম্প’। দেখা যাচ্ছে, অঙ্কিতাকে আগলে রেখেছেন তাঁর স্বামী ভিকি। অভিনেত্রীর পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘তুমি যা আছে, যা ছিলে এবং যা হবে, সবকিছুর জন্য আমি তোমায় ভালোবাসি’।

Ankita Lokhande pregnancy

আর ব্যাস, সেই ছবিগুলি দেখা মাত্রই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। একের পর এক কমেন্ট করছেন তাঁরা অঙ্কিতার পোস্টে। নেটিজেনদের একাংশের মতে, ক্যাপশনে না লিখলেও, এই পোস্টের মাধ্যমে কায়দা করে নিজের প্রেগন্যান্সি ঘোষণা করেছেন অভিনেত্রী। তাঁর এবং ভিকির পোজ দেখেই সেকথা আন্দাজ করা যাচ্ছে। এছাড়া অভিনেত্রীর ‘বেবি বাম্প’ও দেখা যাচ্ছে ছবিগুলিতে। নেটিজেনরা একের পর এক শুভেচ্ছা জানাতে শুরু করে দিলেও অঙ্কিতা এবং ভিকি এখনও এই সংবাদে সরাসরিভাবে শিলমোহর দেননি।

Ankita Lokhande and Vicky Jain

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা ২০২১ সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ভিকির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী। এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল দু’জনের। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর সাত পাক ঘোরেন ভিকি এবং অঙ্কিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥