গত রবিবার অর্থাৎ সরস্বতী বিসর্জনের দিনেই ভারত তথা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাঁর প্রয়াণে মাতৃহারা হয়ে পড়েছে গোটা মিউজিক ইন্ডাস্ট্রি, শোকাহত গোটা দেশ। ৭ দশকেরও বেশি সময় ধরে নিজের গানের মধ্যে দিয়ে মুগ্ধ করে এসেছেন ‘সুর সম্রাজ্ঞী’ লতাজি। কিন্তু এমন একটা শোকের মাঝে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের কাছে ব্যাপক ট্রোলড হলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)।
অভিনেত্রী হিসাবে বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সাথে বিয়েটাও সেরে ফেলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করে নেন লক্ষ লক্ষ অনুগামীদের সাথে। লতাজির প্রয়াণের দিনেও তাঁর ব্যতিক্রম হয়নি।
দিনের শুরুতেই আসে দুঃসংবাদ, সকালেই সকলে জেনে গিয়েছিল, আমাদের ছেড়ে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। এমন একটা খবর পেয়ে গোটা দেশ শোকে রয়েছে, তাঁর আত্মার চিরশান্তি কামনা করছে। সেই সময় অঙ্কিতাকে ভিডিওতে ‘বিজলি বিজলি’ গানে নাচতে দেখা গেল। যেটা নেটিজেনদের একটা বড় অংশ মেনে নিতে পারেনি। ভিডিওতে গাড়ির ফ্রন্ট সিটে বসেই নাচতে দেখা যাচ্ছে তাকে। আর গাড়ি চালাচ্ছেন স্বামী ভিকি জৈন।
View this post on Instagram
ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ভিউ বাড়তে থাকে, কিন্তু নিজে ইন্ডাস্ট্রির একজন হয়ে কিভাবে এতটা খুশি থাকতে পারছে লতাজির মৃত্যুর খবরে! এই ভেবেই নেটিজেনরা ক্ষুদ্ধ হয়েছেন। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটিজেনদের মতে, ‘একটু শোক প্রকাশ তো করুন ম্যাডাম! এসব কালও করতে পারতেন’।
এখানেই শেষ নয়, আরেক নেটিজেনদের মতে, ‘একটু তো লজ্জা পান! লতাজির প্রয়াণে যখন গোটাদেশ শোকাহত তখন আপনি নাচের ভিডিও শেয়ার করছেন। তাও আবার একই ইন্ডাস্টিতে থেকে। একজন নির্লজ্জ মহিলা, যিনি প্রাক্তন প্রেমিকের মৃত্যুর জন্য খ্যাতি পেয়েছেন’। এমন একাধিক মন্তব্য দেখা গিয়েছে অভিনেত্রীর ভিডিওর কমেন্ট বক্সে। অবশ্য এই ভিডিও শেয়ার করার পর লতা মঙ্গেশকরের একটি ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শায়াদ ফির ইস জনমমে মুলাকাত হো না হো, ওনার আত্মার চিরশান্তি কামনা করি’।