‘পবিত্র রিশতা’ (Pavitra Rishta) ধারাবাহিকের হাত ধরে আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন মানব অর্চনা তথা অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। একসঙ্গে কাজ করতে করতেই বাস্তবেও একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই লুকোছাপা করেননি তাঁরা। শোনা গিয়েছিল, সাত পাক ঘোরার প্ল্যানিংও শুরু হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
পর্দার অর্চনার মতোই অঙ্কিতার সম্পূর্ণ পৃথিবী ছিলেন সুশান্ত। স্বাভাবিকভাবেই ব্রেক আপের (Break up) পর মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাই বলে তাঁদের পথচলা থেমে থাকেনি। একদিকে সুশান্ত বলিউডে (Bollywood) পরিচিতি তৈরি করছিলেন, অপরদিকে অঙ্কিতাও আস্তে আস্তে বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে নিজের কেরিয়ারে মনোনিবেশ করতে শুরু করেন। অতীত ভুলে নতুন সম্পর্কে জড়ান দু’জনেই।
কিন্তু এর মধ্যেই আচমকা সকলকে কাঁদিয়ে ২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে পাড়ি দেন সুশান্ত। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি খুন সেই তদন্ত এখনও চলছে। তবে প্রাক্তন প্রেমিকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি অঙ্কিতা। আবারও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
তবে এবার অঙ্কিতা একা ছিলেন না। প্রত্যেক মুহূর্তে তাঁর পাশে ছিলেন প্রেমিক ভিকি জৈন। যিনি এখন অভিনেত্রীর স্বামী ২০২১ সালে ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন দু’জনে। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খোলেন নায়িকা নিজে।
অঙ্কিতা বলেন, ‘সুশান্ত যখন আমার জীবন থেকে চলে গিয়েছিল তখন আমি সত্যিই অনেকটা ভেঙে পড়েছিলাম। তবে আমার জীবন থেকে ভালোবাসাকে চলে যেতে দিইনি। আমি সবসময় বিশ্বাস করতাম আমার জীবনে এমন একজন মানুষ নিশ্চয়ই আসবে যে আমায় প্রচণ্ড ভালোবাসবে এবং আমার মনের মতো হয়ে উঠবে’।
স্ত্রীয়ের অতীত নিয়ে মুখ খোলেন ভিকিও। তিনি বলেন, ‘ওঁর সমস্যাগুলোকে আমি কোনও দিন ওঁর একার সমস্যা বলে ভাবিনি। সর্বদা আমাদের সমস্যা বলেই ভেবেছি। সেই জন্যই সবসময় আমি ওঁর পাশে থাকার চেষ্টা করেছি’। সেই সঙ্গেই ভিকি এও বলেন, জীবনসঙ্গী হিসেবে অঙ্কিতা একেবারে পারফেক্ট। খুঁজলেও তাঁর মধ্যে কোনও খুঁত পাওয়া যাবে না।