অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande), প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকা তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। প্রায়শই নিজের ছবি ও ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা অভিনেত্রীর শেয়ার করা পোস্টগুলি ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না।
কিছুদিন আগেই অভিনেত্রী ‘হাম আপনে হ্যায় কৌন’ ছবির একটি গানে নিজের ভিডিও শেয়ার করেছিলেন। যা ভাইরাল হয়ে পড়লে ভালো মন্তব্য ও প্রশংসার সাথে কিছু কটাক্ষও পেয়েছিল। কারণ সুশান্ত অনুগামীদের মনে এখনো প্রয়াত অভিনেতার প্রেমিকা হিসাবেই রয়েছেন অঙ্কিতা। আসলে অঙ্কিতার বর্তমান প্রেমিক হলেন ভিকি জৈন (Viki Jain), তার সাথে অভিনেত্রী নিজের জীবনের প্রতিমুহূর্তের আপডেট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। অঙ্কিতা লোখান্ডেকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছেন না এখনো সুশান্ত অনুগামীরা।
এর আগে অভিনেত্রী বয়ফ্রেন্ড ভিকি জৈনের সাথে পাহাড়ে ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছিলেন। সেখানেও অভিনেত্রীকে সুশান্ত ছাড়া অন্য কারোর সাথে দেখে চোটে গিয়েছেন সুশান্ত অনুরাগীরা। অঙ্কিতার সদ্য প্রকাশিত ভিডিওতেও একই ভাবে কটাক্ষের শুরে মন্তব্য করেছেন কিছু নেটিজেন। শেয়ার করা এই ভিডিওতে অঙ্কিতা হানি সিং এর ‘ফার্স্ট কিস’ গানে লিপ সিং করে অভিনয় করেছেন।
View this post on Instagram
ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন অভিনেত্রী কি সুশান্তকে ভুলে গেছেন? আবার কেউ লিখেছেন, ‘কেন আপনি সুশান্তের জন্য লড়াই করছেন না! আপনি কি সত্যি সুশান্তকে ভুলে গেলেন? আবার কিছু জন্যে প্রশংসাও করেছেন। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে।