• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নরেন্দ্র মোদিকে সমর্থন করে ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অঙ্কিতা লোখণ্ডে

Published on:

দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব  দুর্গোৎসব শেষ হয়ে গেছে। এবার সামনেই দীপাবলী (Deepawali)উৎসব। এবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন বান্ধবী ও অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে দীপাবলী উপলক্ষে একটি ভিডিও পোস্ট করলেন। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) সমর্থন করে ভারতীয়দের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। প্রসঙ্গত অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে।

প্রধানমন্ত্রী ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ নামক একটি নতুন উদ্যোগ নিয়েছেন দিপাবলির  আগে। অঙ্কিতা লোখান্ডে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সমর্থন করেছেন। ভিডিওটিতে অঙ্কিতা সকলকে ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ও গ্রামীণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। অঙ্কিতা বলেছেন, ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ নামের এই উদ্যোগে স্থানীয়দের জন্য একটি আন্দোলন চলছে। এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন অঙ্কিতা।

স্থানীয়দের সাহায্যার্থে, নিকটবর্তী  অঞ্চলে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা বা ক্ষুদ্র শিল্পীরা ছোট ছোট জিনিস বানান তাদের থেকে জিনিস গুলি কিনতে অনুরোধ করেছেন। দীপাবলিতে অনেকেই মাটির প্রদীপ বাজি ইত্যাদি বানান, তাদের কাছ  থেকে এই সমস্ত সামগ্রী কেনার জন্য অনুরোধ করেছেন অঙ্কিতা। এর ফলে স্থানীয় ছোট ছোট উদ্যোক্তাদের কাছে কিছু টাকা পৌঁছাবে। যাতে আপনার সাথে সাথে তাদেরও দিবাবলী ভালো কাটবে। ভিডিও টি সারেকরে অঙ্কিতা ক্যাপশন দিয়েছেন ‘চলুন সবার দীপাবলিকেই স্পেশাল করা তুলি’।

 

View this post on Instagram

 

Let’s make everyone’s Diwali very special ??❤️ #jaihind?? @narendramodi

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

শেয়ার করার পর থেকে এখনো পর্যন্ত ভিডিওটিতে ৩ লক্ষ্য ৩০ হাজারেরও বেশি লোকের ভিউ হয়েছে। অনেকেই ভিডিওটিতে নিজেদের মন্তব্যঃ প্রকাশ করেছেন। আবার অনেকে অঙ্কিতা লোখান্ডেকে আসন্ন দীপাবলির শুভকামনা জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥