• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবকিছুতে নৌটঙ্কি! পুজোর করতে করতেই আচমকা নাচতে শুরু করে ট্রোলড অঙ্কিতা লোখান্ডে, রইল ভিডিও

Published on:

Ankita Lokhande got trolled as she tried to dance between Puja

হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। সেগুলি বেশ ভাইরালও হয়। নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেন ‘পবিত্র রিশ্তা’র অর্চনাকে। তবে এবার অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে বেজায় চটে গিয়েছেন তাঁরাই।

অঙ্কিতা এমন একজন অভিনেত্রী যাকে নেটিজেনদের বেশ পছন্দের। সরল, নিরহংকারী স্বভাবের এই মিষ্টি অভিনেত্রী তাঁর অনুরাগীদের নয়নের মণি। কিন্তু এবার ছোটপর্দার ‘অর্চনা’রই একটি কাণ্ডে রেগে আগুন হয়ে গিয়েছেন তাঁরাই। অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে ভগবানকে অপমান করার এক গুরুতর অভিযোগ।

Ankita Lokhande

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে একটি পুজো করছেন তিনি। কিন্তু পুজোর মন্ত্র বলতেই বলতেই আচমকা তিনি নাচতে শুরু করে দেন। যা দেখে একেবারেই ভালো লাগেনি নেটিজেনদের একাংশের।

Ankita Lokhande and Vicky Jain during puja

একের পর এক কমেন্ট করে অঙ্কিতাকে ধুয়ে দিতে থাকেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘পূজার মাঝখানেও নাচ শুরু হয়ে গিয়েছে’। আর একজন নেটাগরিক আবার সেই ভিডিওয় কমেন্ট করেছেন, ‘ঈশ্বরের মানটুকু তো রাখতে পারতেন। এখানেও নৌটঙ্কি শুরু হয়ে গিয়েছে’। একজন তো আবার অঙ্কিতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ‘সব জিনিস রেকর্ড করার প্রয়োজনীয়তা আছে কি?’

তবে নেটিজেনদের একাংশ অঙ্কিতাকে পুজোর মাঝখানে নাচের জন্য ট্রোল করলেও, অভিনেত্রীর অনুরাগীদের কিন্তু তাঁর এই কাজ বেশ ‘কিউট’ লেগেছে। স্বামী ভিকি জৈনের সঙ্গে একেবারে ট্র্যাডিশনাল লুকে অর্চনাকে বেশ সুন্দর লাগছে, একথা জানাতেও ভোলেননি তাঁরা।

ছোটপর্দার অর্চনার কাজের দিক থেকে বলা হলে, টেলিভিশন দুনিয়ায় রাজত্ব করার পর বলিউডেও ডেবিউ করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত স্ক্রিন শেয়ার করেছেন কঙ্গন রানাউত, টাইগার শ্রফের মতো শিল্পীদের সঙ্গে। অঙ্কিতাকে শেষবারের মতো দেখা গিয়েছিল, ‘স্মার্ট জোড়ি’ রিয়্যালিটি শো’য়ে। আপাতত নায়িকার অনুরাগীরা তাঁর আগামী প্রোজেক্টের অপেক্ষা দিন গুনছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥