• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভিকির মতো ভালো কেউ বাসেনি!’ সুশান্ত মরতেই অন্য সুর গলায়, অঙ্কিতা লোখান্ডেকে ধুয়ে দিল নেটিজেনরা

Published on:

অঙ্কিতা লোখান্ডে,সুশান্ত সিং রাজপুত,ankita lokhande,Sushant singh rajput,Vicky jain,ভিকি জৈন

কিছুদিন আগে পর্যন্তও তার পরিচয় ছিল তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকা। কিন্তু সুশান্ত এখন কার্যত অতীত তার জীবনে। গত বছরের শেষেই দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের (Vicky Jain) সাথে একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিত লোখান্ডে (Ankita Lokhande) । মায়া নগরী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলেই বসেছিল সেই জাঁকজমক পূর্ণ বিয়ের আসর।

ইতিমধ্যেই বলিউডে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ অনুগামী রয়েছে, যাদের জন্য প্রতিনিয়ত ছবি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। বিয়ের সময় একাধিক ছবি থেকে ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কিতা ও ভিকি যা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। একপ্রকার ড্রিম ওয়েডিং সেরেছিলেন তাঁরা।

অঙ্কিতা লোখান্ডে,সুশান্ত সিং রাজপুত,ankita lokhande,Sushant singh rajput,Vicky jain,ভিকি জৈন

এদিকে প্রাক্তন প্রেমিকের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এমন ভাবে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা যেন মনে হচ্ছিল আজও তিনি সুশান্তকে আগের মতোই ভালোবাসেন। তবে সময়ের সাথে ফের স্বাভাবিক জীবনে ফেরেন অঙ্কিতা। শুধু তাইই নয়, বিয়ের আগেও অঙ্কিতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যেত তিনি এক্কেবারে চুটিয়ে প্রেম করছেন।

অঙ্কিতা লোখান্ডে,সুশান্ত সিং রাজপুত,ankita lokhande,Sushant singh rajput,Vicky jain,ভিকি জৈন

কিন্তু বিয়ের পর একেবারেই ভোল বদল অঙ্কিতার। সুশান্তের স্মৃতিটুকুও যেন নেই তার কাছে। যেন সুশান্তকে এক্কেবারে ভুলেই গিয়েছেন তিনি। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু সম্প্রতি অঙ্কিতা এমন এক কথা বলেছেন যা শুনে বেজায় চটেছেন সুশান্তের অনুরাগীরা।

অঙ্কিতা লোখান্ডে,সুশান্ত সিং রাজপুত,ankita lokhande,Sushant singh rajput,Vicky jain,ভিকি জৈন

সম্প্রতি স্টার প্লাসের একটি শোতে স্বামী ভিকির সাথেই উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা৷ সেখানেই স্বামীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হন তিনি। শুধু তাই নয় এও তাকে বলতে শোনা যায় যে, “ভিকি আমার জীবনে আসার পর থেকেই ভালবাসার আসল অর্থটা বুঝতে পেরেছি আমি। ভিকির মতো কেউ আমাকে ভালবাসেনি এতদিনে।” অঙ্কিতার মুখে এই কথা শুনেই রেগে লাল নেটিজেনরা। তাদের মতে আগে তার সবই ছিল লোক দেখানো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥