বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। গতবছর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে অভিনেতার, কিন্তু তার মৃত্যুটাকে আজও মেনে নিতে পারেনি গোটা দেশ। প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে নিজের জায়গা বানিয়ে নিয়েছিলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর পর থেকেই তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) কে নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়।
গতকাল ছিল মকর সংক্রান্তি (Makar Sangkranti), এই দিন আকাশে নানান রঙের ঘুড়ি উড়তে দেখা যায়। আর এই ঘুড়ি আর মকর সংক্রান্তি নিয়েই সুশান্তের একটি ছবি হয়েছিল যার নাম ‘কাই পো চে’। ‘কাই পো চে’ কথাটির অর্থ হল ভোঁ কাট্টা। কালকের দিনে সুশান্তকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর প্রাক্তন বান্ধবী ও প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতা সুশান্তের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে বেশ সুন্দর পোশাকে দেখা যাচ্ছে অঙ্কিতা লোখান্ডেকে। অঙ্কিতার পরণে রয়েছে একটি সাদা রঙের টপ ও কালো রঙের স্কার্ট।
এদিন ঘুড়ি লাটাই নিয়ে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর এই সমস্ত ভিডিওতে ব্যাকগ্রউন্ডে বেজে চলেছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘কাই পো চে’ এর গান ‘মাঞ্জা’। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ আজও এই গানটি শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি অসাধারণ সুন্দর একটা ছবি ছিল কত কিছু স্মৃতি ছিল এই গল্পে’। সাথে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা।
অঙ্কিতার শেয়ার করা এই ভিইডিওটি শেয়ার করার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। সাথে অসংখ্য সুশান্তপ্রেমী ও অভিনেত্রীর অনুগামীরা ভিডিওর কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
View this post on Instagram