• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল গো! দোলের আগেই ভাইরাল অঙ্কিতার রঙের নতুন গান

অঙ্কিতা ভট্টাচার্য,নতুন গান,সারেগামাপা,Ankita Bhattacharya,new song,saregamapa,basanta bohilo sokhi,বসন্ত বহিল সখী

বাড়ির সকলে যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর মতো গাল ভরা পেশার সাথে যুক্ত, তখন গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya) ধ্যান জ্ঞান বানিয়েছেন কেবল গানকেই। আর এমন সাহস যখন তিনি দেখিয়েছেন যে বাপ ঠাকুরদার মতো লেখাপড়াকে বেছে না নিয়ে সে গানের জগতেই যাবে, তখন সে যে যথেষ্ট সাহসী এবং কনফিডেন্ট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

আর পরবর্তীতে এই চ্যালেঞ্জে জিতে নিজেকে প্রমাণ ও করে দেখিয়েছেন অঙ্কিতা। সারেগামাপা-র গানের মঞ্চে বিজয়ী হয়েছেন তিনি। আর তার মুকুটে এই পালক জোরার পর অঙ্কিতাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন তিনি রীতিমতো জনপ্রিয় শিল্পী। গানের জগতে তার বিরাট নাম ডাক।

অঙ্কিতা ভট্টাচার্য,নতুন গান,সারেগামাপা,Ankita Bhattacharya,new song,saregamapa,basanta bohilo sokhi,বসন্ত বহিল সখী

তার কন্ঠে ফোক গান শুনতে অপেক্ষায় থাকেন দুই বাংলার শ্রোতারাই। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ মাতানো ছাড়াও, অঙ্কিতার অনুরাগীরা তাকে শুনতে পান গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এর আগে ‘কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া’ গানটি অঙ্কিতার কন্ঠে তুমুল জনপ্রিয় হয়েছিল, এই ভিডিওতে গান গাওয়ার পাশাপাশি নাচতেও দেখা গিয়েছে তাকে।

অঙ্কিতা ভট্টাচার্য,নতুন গান,সারেগামাপা,Ankita Bhattacharya,new song,saregamapa,basanta bohilo sokhi,বসন্ত বহিল সখী

এই গান তুমুল জনপ্রিয় হওয়ার পরে ফের ভাইরাল অঙ্কিতার নতুন গান৷ সামনেই রঙের উৎসব অর্থাৎ দোল। ইতিমধ্যেই পরিবেশও জানান দিয়েছে সত্যি সত্যিই বসন্ত এসে গিয়েছে। এই আবহেই ফের নতুন গান নিয়ে হাজির হলেন অঙ্কিতা।

৯ই মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে অঙ্কিতার নতুন গান ‘বসন্ত বহিল সখী’। মাত্র দু’দিনেই এই ঝলমলে গানের ভিউ ছুঁয়েছে ৫৩ কোটি, আগের ভিডিওর মতোই এই গানেও নেচেছেন অঙ্কিতা৷ এবার আর দেরী না করে তবে শুনেই নিন আপনার প্রিয় গায়িকার নতুন গান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥