• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরুণ ধাওয়ানের ভাইঝি যেন হার মানাবে যেকোনো বলি অভিনেত্রীকেই! অঞ্জলির নাচে মুগ্ধ নেটবাসী

বরুণ ধাওয়ান,অঞ্জলি ধাওয়ান,বলিউড,ইন্সটাগ্রাম,varun Dhawan,anjali dhawan,Bollywood,Instagram

অসংখ্য অষ্টাদশীর ‘হার্টথ্রব’ বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। পর্দায় নাচ হোক কিংবা অভিনয় এই দুইয়েই নিজের দক্ষতার ছাপ একাধিকবার রেখেছেন এই অভিনেতা। উল্টোদিকে দর্শকের দলও যে তাঁকে গ্রহণ করেছে তার প্রমাণ বরুনের বেশিরভাগ ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট দেখলেই স্পষ্ট মালুম হবে। বর্তমানে বলিউডের অন্যতম বক্স-অফিস নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে তাঁর নাম থাকবে প্রথম সারিতেই। এইমুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ‘হায়েস্ট পেইড’ অভিনেতাও যে তিনি সেকথাও জানিয়ে রাখা ভালো।

এতো গেল বরুণের কথা। আজকের আলোচ্য বিষয় বরুণের ভাইঝি অঞ্জলি ধাওয়ান। যেকোনো বলিউড অভিনেত্রীকে হার মানাবেন তিনি। মানালি ট্রান্স- এর ছন্দে নিজের এক বান্ধবীর সঙ্গে নাচে মেতেছেন তিনি, যা দাপিয়ে বেড়াচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

বরুণ ধাওয়ান,অঞ্জলি ধাওয়ান,বলিউড,ইন্সটাগ্রাম,varun Dhawan,anjali dhawan,Bollywood,Instagram

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বারান্দায় অঞ্জলি ও ঘরের ভিতরে অঞ্জলির বান্ধবী। ‘দ্য শৌকিনস’ ছবির বিখ্যাত গানের তালে তালে নেচে চলেছেন তারা। বরুণের ভাইঝির পরনে রয়েছে সাদা রঙের টপ এবং নীল রঙের ছোট প্যান্ট। চুল তাঁর পিঠ ছাড়িয়েছে।

বরুণ ধাওয়ান,অঞ্জলি ধাওয়ান,বলিউড,ইন্সটাগ্রাম,varun Dhawan,anjali dhawan,Bollywood,Instagram

প্রযোজক অভিনেতা সিদ্ধার্থ ধাওয়ানের কন্যা অঞ্জলি। অষ্টাদশীর সঙ্গে একাধিক ছবিতে শ্রীদেবীর ছোট কন্যা খুশি কপূরকে দেখতে পাওয়া যায়। নিজেরাই তাঁদের জুটিকে নাম দিয়েছেন, ‘বিপজ্জনক জুটি’। অঞ্জলির বিভিন্ন ছবিতে অনুরাগীদের মুগ্ধতা প্রকাশ পায় নেটমাধ্যমে। ইন্সটাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা দেড় লক্ষের বেশি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥