• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের পুজো করলেও মেয়েদের শরীরটা আপনাদের কাছে পণ্য’! নিন্দুকদের ধুয়ে দিলেন পর্দার অনিন্দ্য 

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন সুদীপ মুখার্জি (Sudip Mukherjee) এবং পৃথা চক্রবর্তী (Preetha Chakraborty)। চলতি বছরেই স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র  মঞ্চ থেকেই দর্শকদের একেবারে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এই জুটি। এমনিতেই সুদীপ মুখার্জীকে সকলে ‘শ্রীময়ী’ সিরিয়ালের অনিন্দ্য হিসেবেই বেশি চেনেন দর্শক।

তবে ইস্মার্ট জোড়িতে অংশগ্রহণ করার পর থেকেই বাস্তব জীবনে তিনি কেমন তা জানার সুযোগ পেয়েছেন দর্শকরা। তার সাথে জানা গিয়েছে তার স্ত্রী পৃথা চক্রবর্তীরও জীবনের নানান অজানা কথা। প্রসঙ্গত সুদীপ মুখার্জি বর্তমানে অভিনয় করছেন ‘গুড্ডি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি নায়ক পোখরাজের বাবার চরিত্রে অভিনয় করছেন।

   

সুদীপ মুখার্জি,Sudip Mukherjee,পৃথা চক্রবর্তী,Preetha Chakraborty,চুমু,Kissing,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Reaction

কিছুদিন আগেই স্বামী সুদীপ মুখার্জিকে তার জন্মদিনে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন অভিনেতার স্ত্রী পৃথা চক্রবর্তী (Preetha Chakraborty)। প্রকাশ্যে অভিনেতার স্ত্রীকে ইনস্টাগ্রামে একজন লিখেছিলেন ‘বাড়িতে গিয়ে চুমু খাও। ইনস্টাগ্রামে এসব নোংরামি কেন’? আবার কেউ অহেতুক যৌনতা টেনে এনে গালিগালাজ করেছিলেন পৃথাকে।

এবার সেই সমস্ত ট্রোলিং অপসংস্কৃতির জবাবে ইনস্টাগ্রামে  এর দীর্ঘ ভিডিও বার্তা দিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে সুদীপ মুখার্জির স্পষ্ট জানিয়েছেন ‘মানুষজন কত দুঃখী। না পাওয়ার ফ্রাস্টেশনটা বেশি। যারা বলেছেন সমাজ অপসংস্কৃতিতে ভরে গিয়েছে তাদের উদ্দেশ্যে অভিনেতার প্রশ্ন আমরা কি সত্যি আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতিটা জানি?’

সুদীপ মুখার্জি,Sudip Mukherjee,পৃথা চক্রবর্তী,Preetha Chakraborty,চুমু,Kissing,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Reaction

এ প্রসঙ্গে অভিনেতা খাজুরাহ কোনারকের মন্দির এর প্রসঙ্গ টেনে বলেছেন ‘আমাদের খাজুরাহ মন্দির কোনারকের মন্দির যেখানে দেবী-দেবতাদের ছবি ওয়েছে সেখানে সবটাই মিলনের চিহ্ন সঙ্গমের চিহ্ন রয়েছে। সেই ছবি অজন্তা ইলোরার সর্বত্র  খোদাই করা রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। সেই সাথে তিনি বলেছেন  ‘যৌনতার প্রচার করা হয়েছে পুরান মহাভারতেও। সেগুলোও নিশ্চয়ই আপনারা পড়েন নি’।


সেইসাথে স্ত্রীর দিকে ধেয়ে আসা নোংরা ট্রোলিংয়ের জবাব দিয়ে অভিনেতা বলেছেন ‘সবার আগে নিজেকে শিক্ষিত করুন। হাফ পঞ্চায়েত খুলে বসবেন না।  ভালবাসার অভিব্যক্তিকে যৌনতার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন সেটা ভারতের সাংস্কৃতি নয়। এছাড়াও ক্ষোভ উগরে  দিয়ে অভিনেতা আরও বলেছেন ‘আপনাদের মধ্যে কেউ  বোধহয় ভালোবাসা আর যৌনতার মধ্যে তফাৎটা বোঝেন না’। সেই সাথে পর্দার অনিন্দ্য বলেছেন যতই আমরা ‘মায়ের পুজো করি না কেন আপনারা মেয়েদের শরীরটা পণ্য হিসেবেই দেখেন। সেটা খুবই দুঃখজনক’।

site