• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই বিয়ে থেকে সৌরভের সাথে সম্পর্ক! নীরবতা ভেঙে বিস্ফোরক উত্তম কুমারের নাতির প্রাক্তন অনিন্দিতা

Published on:

Anindita Bose talks about her break up with Saurav Das

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি ছিল সৌরভ দাস (Saurav Das) এবং অনিন্দিতা বসুর (Anindita Bose) জুটি। অনুরাগীদের কাছে এক কথায় তাঁরা ছিলেন ‘কাপল গোলস’। কিন্তু সেই সম্পর্কে যে ফাটল ধরেছে একথা আগেই জানা গিয়েছিল। ব্রেক আপ (Break up) প্রসঙ্গে মুখ খুলেছিলেন ‘মন্ট পাইলট’ সৌরভ। এবার এই নিয়ে মুখ খুললেন অনিন্দিতাও।

সম্পর্ক ভাঙা নিয়ে সৌরভ বলেছিলেন, নিজেকেই যদি সময় না দিতে পারেন তাহলে একটা সম্পর্ক কীভাবে সামলাবেন? আর সম্পর্কের যদি যত্ন না নেওয়া হয়, তাহলে সেটা সেই সম্পর্কের অপমান করা। এবার ব্রেক আপ নিয়ে পাল্টা দিলেন অনিন্দিতাও।

Anindita Bose and Saurav Das

টলিপাড়ার নামী অভিনেত্রী অনিন্দিতা এখন বলিউডে নিজের কেরিয়ার সাজাতে ব্যস্ত। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বেশ কয়েকটি ভালো প্রোজেক্টেও। সৌরভের সঙ্গে ব্রেক আপ প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমকে অনিন্দিতা বলেন, ‘যে সৌরভের সঙ্গে আমি থাকা শুরু করেছিলাম, তাঁর সঙ্গে আজকের এই সৌরভের অনেক ফারাক। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা হোক তা আমি চাই না। তাই কাদা ছোঁড়াছুড়ির ভয়ের জন্যই আমি ফোনও বন্ধই রাখতাম’।

এখানেই থামেননি অভিনেত্রী। অনিন্দিতা আরও বলেন, ‘বিভিন্ন জিনিস নিয়ে আমাদের দু’জনের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছিল। এরপরও আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সেটা পারিনি’। সৌরভ এবং অনিন্দিতার সম্পর্ক এতটাই মজবুত ছিল যে একসঙ্গে দু’জনে একটা ফ্ল্যাটও কিনেছিলেন। নাম দিয়েছিলেন, ‘প্রথম অধ্যায়’। সেটার কী হবে?

Anindita Bose and Saurav Das

অভিনেত্রী জানান, ‘প্রথম অধ্যায়’কে আপাতত দু’ভাগে ভাগ করা হয়েছে। সেখানে রেনোভেশনের কাজ চলছে এখন। অনিন্দিতাকে জিজ্ঞেস করা হয়, সৌরভের পর কি তাঁর জীবনে নতুন কেউ এসেছে? জবাবে নায়িকা জানান, এই মুহূর্তে তিনি ‘হ্যাপিলি সিঙ্গেল’।

জানিয়ে রাখি, সৌরভের সঙ্গে সম্পর্কের আগে অনিন্দিতার দু’বার বিয়ে ভেঙেছে। ২০১৩ সালে জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২ বছর পর ভেঙে যায় সেই বিয়ে। এরপর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘোরেন তিনি। তবে ২০১৭ সালে সেই বিয়েও ভেঙে যায়। এরপর দীর্ঘদিন ধরে সৌরভের সঙ্গে সম্পর্কে ছিলেন অনিন্দিতা। এবার সেই সম্পর্কেও ইতি টানলেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥