• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জীবনে প্রথম অ্যাওয়ার্ড পেতে লেগে গেল ১২ বছর! রাহুলকে সবাই ঘৃণা করলেও ভালোবাসেন অনিন্দ্য

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায় (Aninda Chatterjee)। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা সর্বত্রই অত্যন্ত দাপটের সাথেই অভিনয় করেন অনিন্দ্য। তবে দর্শক কিন্তু তাকে চেনেন মূলত ‘বাপি বাড়ি যা’ সিনেমা থেকেই। এছাড়াও ‘চতুস্কোণ’,  ‘অমানুষ’, ‘ককপিট’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।ৎতবে দীর্ঘ ১২ বছরের অভিনয় জীবনে নায়কের চরিত্রে নয় বরং বেশীরভাগ ক্ষেত্রেই কখনো খলনায়ক তো কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেই আজকের সাফল্য অর্জন করেছেন অনিন্দ্য।

কিন্ত অভিনয়ে সফল হলেও ইন্ডাস্ট্রিতে ব্রাত্য থেকে গিয়েছেন তিনি। কিছুদিন আগে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আর দুঃখও প্রকাশ করেছিলেন অভিনেতা।সেদিন নিজের ফেসবুক পোস্টে অনিন্দ্য লিখেছিলেন, ‘কলকাতায় এত এত অ্যাওয়ার্ডস দেওয়া হয় । সিনেমা টেলিভিশন জগতের কোনো অ্যাওয়ার্ডসের ইনভাইট লিষ্টে আমার নাম থাকে না । এখন আর গায়ে লাগে না আর যাওয়ার অভ্যেসও চলে গেছে । যারা লিস্ট বানায় তাদের তো মনে হতেই পারে যে আমি ঝাপসা আর্টিস্ট আর ঝাপসা ছবি করি । যাই হোক যেমন আজকে একটা অ্যাওয়ার্ডস হচ্ছে । বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করছে আমি কই ? বললাম ডাকেনি আমাকে । লজ্জা কিসের ?’

   

অনিন্দ্য চট্টোপাধ্যায়,Aninda Chatterjee,Star Jalsha Parivaar Award,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড,Social media,সোশ্যাল মিডিয়া,Villain,খলনায়ক

অভিনেতার মান ভাঙাতে আসরে নেমেছিল স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে অনিন্দ্য ‘গাঁটছড়া’ সিরিয়ালে খলনায়ক রাহুলের চরিত্রে অভিনয় করছেন। নায়িকা খড়ি আর নায়ক ঋদ্ধিকে সারাক্ষণ বিপদে ফেলাই তার কাজ। এছাড়া একাধিক মেয়েদের সাথে সম্পর্ক তো আছেই। তেমনি সিরিয়ালে নায়িকার দিদি দ্যুতির সাথে সম্পর্ক তৈরি করেছিল রাহুল। সম্পত্তির ভাগ না পাওয়ার ভয়ে চাপে পড়ে সন্তানসম্ভবা দ্যুতিকে ইতিমধ্যেই বিয়ে করেছে সে।

Riddhi's decesion on rahul dyuti
দর্শকরা রাহুলের এই চরিত্রটার প্রতি বিরক্ত। তার অভিনয় দেখে রাগে দর্শকরা সপাটে চড় কষানোর কথাও বলেছেন।আর এটাই একজন অভিনেতার বড় পাওনা। যা মূল্য কোনো পুরস্কারের থেকে কম নয় বরং অনেক বেশি। সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২ এ সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন রাহুল চরিত্রের অভিনেতা অনিন্দ্য। এদিন সেই পুরস্কার হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা।

অনিন্দ্য চট্টোপাধ্যায়,Aninda Chatterjee,Star Jalsha Parivaar Award,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড,Social media,সোশ্যাল মিডিয়া,Villain,খলনায়ক

সেইসাথে ক্যাপশনে অনিন্দ্য লিখেছেন ‘আপনারা রাহুলকে প্রচন্ড ঘৃনা করলেও আমি রাহুলকে খুব ভালোবাসি । অনেকের সাহায্য নিয়ে রাহুলকে আমি আমার মতন করে গড়ে তুলেছি । আর তারই ফলস্বরূপ বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২২ ।’ সেইসাথে অভিনেতার আরও সংযোজন ‘বলতে দ্বিধা নেই যে ১২ বছরের অভিনয় জীবনে এটাই আমার প্রথম অ্যাওয়ার্ড । এর আগে কোনো স্টেজে উঠে অ্যাওয়ার্ড নেওয়ার অভিজ্ঞতাও নেই আর প্রথম অ্যাওয়ার্ড পেতে এত দেরি হলো বলে কোনো আক্ষেপও নেই ।’

site