• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদিত্য এবং দিশার চুম্বনের দৃশ্য দেখে হিংসায় জ্বলে গেলেন অনিল কাপুর! তারপর যা হল…

Published on:

বলিউড অভিনেতা অনিল কাপুরের (Anil kapoor) বয়স প্রায় ৬৩ হয়ে গেলেও তার ফিটনেস এবং স্মার্টনেস দেখলে তাকে ২৫ ভেবে ভুল হবে। শুধু বয়সই বেড়েছে৷ মনের দিক দিয়ে এখনও চনমনে অনিল কাপুর। এমতাবস্থায়, আদিত্য রায় কাপুর এবং দিশা পাটানির চলচ্চিত্র মালাঙ্গ-এর ট্রেলারে তাদের চুম্বনের দৃশ্য নিয়ে এবার মন্তব্য করে বসলেন অনিল কাপুর।

এইটি সাক্ষাৎকারে ‘মালাঙ্গ’ ছবির ট্রেলারে দিশা এবং আদিত্যর ঘনিষ্ঠ চুমুর প্রসঙ্গে অনিল কাপুরকে জিজ্ঞেস করা হলে, অভিনেতা খুব মজাচ্ছলে উত্তর দেন – “আমার বাড়িতে সোনাম, রিয়া (তার কন্যা) এবং সুনিতা (স্ত্রী) রয়েছে। আমাকে কী জানে মারতে চান?” তবে অনিল কাপুর হেসে বলেন ওই দৃশ্য দেখে খানিক হিংসাও তার হয়েছে। ‘মালাঙ্গ’ ছবিতে দিশা পাটানি, অনিল কাপুর, আদিত্য রায় কাপুরের পাশাপাশি দেখা গিয়েছে এলি আভ্রাম সহ প্রমুখকে।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘মালাঙ্গ’ এর ট্রেলার। ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, দিশা পাটনি, অনিল কাপুর এবং কুনাল খেমু। এর ট্রেলারটিতে প্রতিটি চরিত্রকে হত্যার জন্য আলাদা কারণ জানাতে দেখা যায়।আদিত্য রায় কাপুর এই ছবিতে বলেছেন যে ‘আমার মরার নেশা।’ অনিল কাপুরকেও বিশেষ চরিত্রে দেখা যায়। ট্রেলারটিতে দেখা বেশিরভাগ লোক নেতিবাচক ছায়ায় রয়েছেন।

আগামী ২রআ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।ট্রেলারের চারটি ডায়লগ শোনা যাচ্ছে, এতে আদিত্য রায় বলেছিলেন যে “মরে যাওয়া আমার নেশা।” কুনাল বলেন যে “আমার জানা দরকার” অনিল কাপুর বলেছিলেন যে “মারা যাওয়া আমার অভ্যাস।” সবশেষে দিশা বলেছিল, “মরে যাওয়া আমার আনন্দ”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥