অভিনয় জগতে কেরিয়ার শুরু করার অল্প কয়েকদিনের মধ্যেই টিনসেল টাউনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। অভিজাত কাপুর পরিবারের সন্তান তিনি। বাড়িতে সকলেই ফিল্মি দুনিয়ার সাথে যুক্ত।একদিকে তার মা হলেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী (Shree Devi) অন্য দিকে বাবা বনি কাপুর (Bony Kapoor) হলেন খ্যাতনামা পরিচালক।
এছাড়া জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) সম্পর্কে তার কাকা হন। তাছাড়া অভিনেতা অর্জুন কাপুর এবং অভিনেত্রী সোনম কাপুরের মতো বলিউড সেলিব্রেটিরা সম্পর্কে তার দাদা, দিদি হন। ২০১৮ সালে ‘ধাড়াক’ দিয়ে বলিউডে হাতেখড়ি হয় স্টার কিড জাহ্নবী কাপুরের। প্রথম সিনেমা মুক্তির পর থেকে একের পর এক নতুন সিনেমায় অভিনয় করে চলেছেন এই বলি সুন্দরী।
স্টার কিড হওয়ার ফলে ব্যাপক সাফল্যের পাশাপাশি কখনও জুটেছে তুমুল সমালোচনা তো কখনও হয়েছে ব্যাপক ট্রোলিং। তবে সমালোচনা এখন শ্রীদেবী কন্যার কাছে একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। সম্প্রতি এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘হ্যাঁ, আমি এমন একটা পরিবার থেকে আসি যেখানে হয়তো আমার প্রথম সিনেমা পেতে সুবিধে হয়েছে। তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে তো চলবে না।’
পাশাপাশি জাহ্নবী জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার সমস্ত ট্রোলিংকে তিনি নেতিবাচকভাবে নয় বরং ইতিবাচকভাবেই গ্রহণ করেন। জাহ্নবীর কথায় ‘আমার কাছে এই সমালোচনাটাও গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাকে বুঝতে সাহায্য করে দর্শকরা কী চান, তারা কী বলছেন, আমার কোথায় খামতি রয়েছে, আমার কী কাজ করা দরকার তা বোঝা দরকার। আর এখন আমার মনে হয় আমার গোটা পরিবার এই ধরনের সমালোচনা শুনে এখন অভ্যস্ত হয়ে উঠেছে।’
জাহ্নবীর এই বক্তব্যকে সমর্থন করেছেন তার কাকা অনিল কাপুরও। এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘এটা কিন্তু শুধু এখন নয়। আগেও হত। তবে সোশ্যাল মিডিয়া ছিল না বলে এত বেশি হত না। দীর্ঘদিন ধরে এসব শুনে আমার চামড়া মোটা হয়ে গিয়েছে। তবে এখন এটা আমার পরিবারের অনান্য সদস্য যেমন জাহ্নবী কিংবা সোনম বা রিয়া কাপুর বা হর্ষ বর্ধন কাপুর বা অর্জুন কাপুরদের ওপরেও এসে পড়ছে। তবে আমি নিশ্চিত ওরা জানে বিষয়গুলি কিভাবে মোকাবিলা করতে হবে।’