• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬৫’তেও সুপারফিট, সেক্স করেই যৌবন ধরে রেখেছি! করণের শো’য়ে বিস্ফোরক মন্তব্য অনিল কাপুরের

Published on:

Anil Kapoor says sex makes him feel younger on Koffee With Karan, watch video

বলিউড অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) বয়স যেন কিছুতেই বাড়ে না। সদ্য দাদু হয়েছেন অভিনেতা, কিন্তু তাঁকে দেখে সে কথা বোঝার উপায় নেই। বলিউডের এভারগ্রিন অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। কিন্তু এই বয়সে এসেও কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন অনিল? অনেকের মনে ঘোরেই এই একটি প্রশ্ন। সম্প্রতি এর উত্তর দিয়েছেন অভিনেতা নিজেই।

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) সিজন ৭’এর ১১ নম্বর এপিসোডে অতিথি হিসেবে দেখা যাবে পর্দার বাবা-ছেলে অনিল কাপুর এবং বরুণ ধাওয়ানকে। সেখানে গিয়েই নিজের যৌবন ধরে রাখার ‘সিক্রেট’ ফাঁস করেন ৬৫ বছর বয়সি অভিনেতা। যা শুনে সঞ্চালক করণের মতোই বাকি সকলেরও চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে।

Anil Kapoor and Varun Dhawan in Koffee With Karan

সম্প্রতি করণ ‘জুগ জুগ জিও’ জুটির এপিসোডের প্রোমো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানেই অনিলকে তাঁর যৌবনের রহস্য ফাঁস করতে দেখা গিয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। এমনকি অনিলের মন্তব্য নিয়ে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে।

করণ জোহরের যে লোকের সেক্স লাইফ নিয়ে একটু বেশিই আগ্রহ রয়েছে, সেকথা প্রায়ই দর্শকরা বলেন। তবে অনিল কাপুরকে তিনি একেবারেই তেমন কোনও প্রশ্ন করেননি। বরং একটি সাধারণ প্রশ্ন করেই পেয়ে গিয়েছেন এমন চাঞ্চল্যকর একটি উত্তর। প্রোমোয় দেখা গিয়েছে, করণ অনিলকে জিজ্ঞেস করেন, অভিনেতার যৌবন ধরে রাখার রহস্যটা কী? যা শোনামাত্রই সোনম কাপুরের বাবা বলে ওঠেন, ‘সেক্স সেক্স আর সেক্স’। যা শুনে অবাক হয়ে যান করণ এবং বরুণ।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

এরপর হাসতে হাসতে বলে ওঠেন, ‘এই সব কিছু কিন্তু আসলে স্ক্রিপ্টেড’। তবে শুধুমাত্র অনিল নন, কম যান না বরুণও। করণ তাঁকে প্রশ্ন করেন, দীপিকা নাকি ক্যাটরিনা কার সঙ্গে পর্দায় চুটিয়ে রোম্যান্স করতে চান তিনি? জবাবে অভিনেতা শুধু বলেন, ‘আমায় সবাই বলে আমাকে নাকি একটু বাচ্চা বাচ্চা দেখতে’। যা শুনে করণ বলেন, ‘তাহলে তুমি বলছ ওঁরা তোমার থেকে বড়?’ একথা শোনামাত্রই ‘বদলাপুর’, ‘অক্টোবর’ খ্যাত অভিনেতা বলে ওঠেন, ‘আমি কিন্তু কিছু বলিনি। এসব তুমিই বলছ’।

Anil Kapoor and Varun Dhawan in Koffee With Karan

‘কফি উইথ করণ’ মানেই সেখানে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা হয়। বেডরুম সিক্রেট থেকে শুরু করে হানিমুন সিক্রেট হয়ে যৌন জীবন- সব নিয়েই কথা হয় সেখানে। এই কারণে কিন্তু কম বিতর্কের সম্মুখীন হয়নি এই শো। করণ তো বটেই, বহুবার বহু অতিথিকেও সেই কারণে তুলোধনা করেছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥