• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পুচকে’ সোনমের ছবি শেয়ার করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনিল কাপুর!

বয়সের সাথে আরও এক যোগ হল বলিউডের ফ্যাশানিস্তা অভিনেত্রী সোনম কাপুরের (Sonam kapoor)। বুধবার অর্থাৎ ৯ই জুন ৩৬ বছরে পা রাখলেন অনিল কাপুরের (Anil Kapoor) কন্যা সোনম। আদরের মেয়ের জন্মদিনে স্মৃতির পাতা হাঁতড়ে পুচকে সোনমকে খুঁজে আনলেন অনিল কাপুর। সোনমের ছোট বেলার ছবি শেয়ার করে অনিল তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

অনিল এই পোস্টে লিখেছেন, ‘সেই মেয়েটার জন্য যে নিজের স্বপ্নের পিছনো ছোটে আর হৃদয়ের কথা শোনে। তোমাকে বেড়ে উঠতে দেখা, বাবা হিসেবে আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি সত্যি ভাগ্যবান যে ভগবান আমাকে সেরা সন্তানদের উপহার হিসেবে দিয়েছে। তুমি শক্ত থাকো যখন তা দরকার হয়। আর সেই তুমিই প্রয়োজনে দয়ালু হয়ে ওঠো। তুমি আর আনন্দ ভালো আছো, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি… Happy Birthday Sonam Beta! Love you and miss you।’

   

অনিল কাপুর,সোনম কাপুর,সোনম কাপুরের জন্মদিন,বলিউড,Anil kapoor,Sonam kapoor,sonam kapoor birthday

এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন সোনমও, তিনি উত্তরে লিখেছেন, ‘ড্যাডি তোমায় খুব ভালোবাসি, খুব মিস করছি তোমাদের। ‘ আপাতত স্বামীর সঙ্গে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। এবারের জন্মদিন তাই বিদেশেই কাটবে তার।

অনিল কাপুর,সোনম কাপুর,সোনম কাপুরের জন্মদিন,বলিউড,Anil kapoor,Sonam kapoor,sonam kapoor birthday

সোনমের অনুরাগীরা এই পুচকেকে দেখে বেজায় খুশি। আর স্বভাবতই শেয়ার করা মাত্রই সেই সব ছবি ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে।

site