• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনিল-অনুরাগ বাকযুদ্ধ! টুইটারে প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়ি করলেন দুই বলি তারকা

Published on:

বলিউডের অন্দরে তারকাদের মধ্যে ঠান্ডাযুদ্ধ লেগেই থাকে। বিটাউনের বিভিন্ন তারকাই অনেকেরই চক্ষুশূল। এবার ট্যুইটারে রীতিমতো বাকযুদ্ধ লাগল অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)। প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়ি করলেন দুই তারকা। যদিও এক্ষেত্রে কারনটা একটু ভিন্ন।

সম্প্রতি অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ বিক্রমাদিত্য মোটওয়ানের পরবর্তী OTT প্যাটফর্মের ছবি ‘একে ভার্সেস একে’ ( Ak vs AK)- তে অভিনয় করছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম (Delhi crime) নিয়ে প্রশংসা করে অনিল কাপুর লিখেছিলেন, “আমি আগেও বলেছি, এর পরেও বলব কারণ ওঁদের এটি প্রাপ্য। আবারও শুভেচ্ছা ‘দিল্লি ক্রাইমে’র টিমকে। আমাদের লোকজনেরা এত বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে দেখে সত্যিই ভাল লাগছে। শেফালী শাহকে হলিউডে স্বাগত”। এখান থেকেই শুরু হয় শোরগোল।

এই প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ লিখেছেন, “আপনারা অস্কার কোথায় আছে? নেই? আচ্ছা… মনোনয়ন?”
নেটিজেনদের কৌতুহল আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় অনুরাগের আরেকটি ট্যুইট। এবার নেটজেনদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে মাঠে নামেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনি জানান, ‘Ak vs Ak’ – র ক্যাম্পেন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। যারা ভাবছেন ওঁনাদের মধ্যে এই সমস্যার কেন চলছে সেই কথা, তাঁদের জন্যে জানাচ্ছি আসলে অনুরাগ আর অনিল ‘একে ভার্সেস একে’- তে একজন অভিনেতা এবং পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। প্রসঙ্গত তাদের এই সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥