• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্নানঘরে বয়ফ্রেন্ডের সঙ্গে লিপলক করলেন অনন্যা পান্ডের বোন,ছবি দেখে কমেন্ট করলেন মা

Published on:

বলিউড  (bollywood) অভিনেত্রী অনন্যা পান্ডের (ananna panday) মতো তাঁর বোন অলন্যা পান্ডেও (alanna panday) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসী ছবি এবং ভিডিওর কারণে প্রায়শই শিরোনামে থাকেন অলন্যা। কিন্তু এবার আর একা তার ছবি নয় প্রেমিকের সাথে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের সাহসী ছবি সর্বসমক্ষে আনলেন অলন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Alanna Panday (@alannapanday)

অলন্যা পান্ডে বর্তমানে আইভর ম্যাকক্রাই ভি এর সাথে ডেটিং করছেন।সম্প্রতি তার সঙ্গেই চরম অন্তরঙ্গ মুহুর্তের ছবি প্রকাশ্যে আনেন অনন্যা ভগিনী। পরনে সাদা বিকিনিতে উপচে পড়ছে তার যৌবন আর তাকে জড়িয়ে ধরেই কখনো লিপলক করছেন কখনো বা ওয়াইন খাচ্ছেন তার প্রেমিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই উত্তেজক ছবি নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Alanna Panday (@alannapanday)

অলন্যা পান্ডের এই ছবিগুলি তাঁর বোন অনন্যা পান্ডেও পছন্দ করেছেন। একই সঙ্গে, অলন্যা পান্ডের মা ডায়ান পান্ডে এই ছবিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছিলেন,’ ঈশ্বর সহায় হোক, তোমাদের মঙ্গল করুক।’ এমনকি চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপও ছবিটিতে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন- খুব সুন্দর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥