বলিউড (Bollywodo) নামটা শুনলেই চোখের সামনে ভেসে আসে ঝাঁ চকচকে জৌলুসে ভরা একটা দুনিয়া। ছোট থেকেই বলি তারকাদের দেখে অনেকেই চান বড় হয়ে অভিনেতা বা অভিনেত্রী হতে। কিন্তু সকলের জন্য সমান নয় ফিল্ম ইন্ডাস্ট্রি। সময় সময়ে বহুবার নেপোটিজম থেকে শুরু করে নোংরামো নিয়ে বিতর্ক উঠেছে। অনেক অভিনেত্রীরই অভিযোগ শরীর দেখলে তবেই কাজ মেলে বলিউডে। সম্প্রতি এই বিতর্কের আগুনেই আবারও ঘি পড়ল অনন্যা পাণ্ডের (Ananya Pandey) মন্তব্যে।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন চাঙ্কি পান্ডে। তারই কন্যা অন্যান্য, সেই সূত্রে অনন্যার বলিউডে প্রবেশ নিয়ে অনেকেই নেপোটিজম বিতর্কে তুলেছিল। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে ষ্টারকিড হলেও অভিনেত্রী নিজেও একজন মিটু অভিজ্ঞতার শিকার। কারণ বলিউডে পা রাখার শুরুর দিকে তাকেও একপ্রকার হেনস্থা হতে হয়েছিল।
অনন্যার মতে, ‘শুরুতে আমাকে অনেক অসম্মান করা হয়েছিল। এমনকি শরীর নিয়ে বহুবার অশ্লীল সমস্ত মন্তব্য করা হয়েছিল। ইঙ্গিতের মাধ্যমে বলা হত যে আমার স্তনের আকার নাকি ছোট, চোখে পড়ার মত নয়। অনেকেই আমায় দেখে মন্তব্য করত যে ওজন বাড়াতে হবে, চেহারা আরও ভারী করতে হবে। এমনকি সার্জারি করে সৌন্দর্য বাড়ানোর প্রস্তাব পর্যন্ত এসেছিল’।
View this post on Instagram
তবে বেশ কিছুদিন স্ট্রাগল করার পর ২০১৯ সালে প্রথম সুযোগ আসে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন অনন্যা। সেই ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসাবে পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে তখনও পিছু ছাড়েনি কটাক্ষ। এমনকি অভিনয়ের আসার আগে মা-বাবার সাথে বেরোনোর সময় রাস্তায় অনেকেই তাকে ফ্লাট বলে কটাক্ষ করতেন।
প্রসঙ্গত, বিগত ফেব্রুয়ারি মাসে গেহরাইয়া ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকলে। দীপিকা পাডুকোন, সিদ্ধার্থ চতুর্বেদী, রজত কাপুর, নাসিরুদ্দিন শাহ এর মত অভিনেতাদের সাথে ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে অনন্যার কাছে লাইগার ও খো গেয়ে হম কাহা নামের দুটি ছবি রয়েছে। এই দুটি ছবিই ২০২৩ সালে রিলিজ হওয়ার কথা।