বলিউডে নেপোটিজম (Nepotism) নিয়ে কম বিতর্ক হয়নি। একাধিক পরিচালক-প্রযোজককে তারকা সন্তানদের লঞ্চ করা নিয়ে বহু কটু কথা শুনতে হয়েছে। সেই তালিকায় শীর্ষে নাম রয়েছে ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধার করণ জোহরের। আর লঞ্চ করা স্টারকিডের অভিনয় যদি দর্শকদের পছন্দ না হয়, তাহলে তো আর কথাই নেই। পরিচালক-প্রযোজকের সঙ্গে তাঁকেই তুলোধনা করেন দর্শকরা। আজকের প্রতিবেদনে এমনই স্টারকিডদের নাম তুলে ধরা হল, যাঁদের খারাপ অভিনয়ের (Bad acting) জন্য বহু সমালোচনা শুনতে হয়েছে।
অনন্যা পাণ্ডে (Ananya Panday)- অনন্যা পাণ্ডে এমন একজন স্টারকিড যিনি সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেনই। ‘লাইগার’এর সৌজন্যে এখনও তাঁকে নিয়ে চর্চা চলছে। ছবিতে চাঙ্কি পাণ্ডের কন্যার অভিনয় দর্শকদের একটা বড় অংশের একেবারেই ভালোলাগেনি। অনেকে তো এও বলছেন, অনন্যা নাকি নায়িকা হওয়ার যোগ্যও নন।
জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)- ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল শ্রীদেবী কন্যার। কিন্তু দর্শকদের তাঁর অভিনয় একেবারেই ভালোলাগেনি। পরে অবশ্য গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন জাহ্নবী।
টাইগার শ্রফ (Tiger Shroff)- ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ। বক্স অফিসে একেবাড়ে মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমা। দর্শকদের একাংশের মতে, টাইগারের ‘জঘন্য’ অভিনয়ের জন্যই নাকি ছবি ফ্লপ হয়েছিল। অনেকের মতে, টাইগার সুদর্শন অভিনেতা, ভালো ড্যান্সার হলেও, অভিনয়টা একেবারেই পারেন না।
আলিয়া ভাট (Alia Bhatt)- স্টারকিডদের মধ্যে যিনি নিজের অভিনয়ের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন, তিনি হলেন আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়ার অভিনয় অনেকেরই ভালোলাগেনি।
তবে এরপর ‘উড়তা পাঞ্জাব’, ‘হাইওয়ে’ থেকে শুরুকরে হালফিলের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’- মহেশ ভাটের কন্যা বারবার নিজের অভিনয়ের মাধ্যমে ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছেন। আলিয়া নিজের দুর্দান্ত অভিনয়ের জন্যই হলিউডেও কাজ করে ফেলেছেন। শীঘ্রই মুক্তি পাবে আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’।