• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল পোশাকে জলপরীর বেশে অনন্যা পান্ডে, সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল ছবি

Published on:

অভিনেত্রী অনন্যা পান্ডে, সম্প্রতি তার নতুন ছবি “খালি পিলি (Khaali Peeli)” রিলিজ করেছে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এই অভিনেত্রী। বর্তমানে শেষ ছবির খালি পিলিতে অভিনয়ের জন্য ভক্তদের থেকে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। সাথে ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়া চ্যাটেও তার উপস্থিতি নজরে এসেছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা দেখে রীতিমত ঘুম উড়েছে অনন্যার ভক্তদের। ছবিতে একটি সুমুদ্রের মত নীল রঙের ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে, ড্রেসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তার উন্মুক্ত উরু। এই ছবিটি শেয়ার করার সাথে সাথে অভিনেত্রী ক্যাপশনে দিয়েছেন একটি সমুদ্রের ইমোজি ও একটি চোখের ইমোজি।

ছবি গুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ছবির দর্শক সংখ্যা ছাড়িয়েছে  ১১ লক্ষ্য। সাথে রয়েছে ফ্যানেদের মন্তব্য। অনেকেই অনন্যার ছবি দেখে “বাহ” মন্তব্য করেছেন অনেকে আবার লিখেছেন দারুন লাগছে অভিনেত্রীকে। অভিনেত্রীর মা মাহিপ কাপুর (Maheep Kapoor) একটি প্রজাপতি ও একটি নীল রঙের হার্ট ইমোজি দিয়েছিলেন মন্তব্যে।

https://www.instagram.com/p/CGSQtZmAwNc/

প্রসঙ্গত, পরিচালক মকবুল খান (Maqbul Khan) সম্প্রতি কিভাবে অনন্যা খালি পিলির জন্য নিজেকে বোম্বের ভাষায় অভস্ত করেছিল সেটা নিয়ে কথা বলছিলেন।সেখানে তিনি বলেন এই ছবির শুটিংয়ের আগে একটি ৪৫ দিনের কর্মশালা হয় যাতে অনন্যা প্রতিদিন উপস্থিত থেকেছে।শুটিংয়ের আগে অনন্যা বার বার নিজের স্ক্রিপ্ট পড়ত যাতে শুটিংয়ের সময় তার কোনোরকম অসুবিধা না হয়। খালি পিলির পর অনন্যাকে পরবর্তীকালে বিজয় দেভেরাকোন্দার (Vijay Deverakonda) ছবিতে দেখা যাবে, যার নাম “ফাইটার (Fighter)”।এছাড়াও অনন্যাকে দীপিকাকে পাদুকোনের ( Deepika Padukone) সাথে শাকুন বাটরার (Shakun Batra) আসন্ন ছবিতে দেখা যেতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥