• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশাখোরদের আঁতুড়ঘর বলিউড! মাদক কান্ডে এনসিবির তলব এড়িয়ে বিপাকে অনন্যা পান্ডে

মুম্বাইয়ের ক্রুজশিপ পার্টিতে মাদক সেবনের অভিযোগে বিগত ১৭ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে দিন কাটছে শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। সদ্য এই মামলায় এনসিবির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট। সেই চ্যাট ঘেঁটে উঠে এসেছে চাঙ্কী পান্ডের মেয়ে অর্থাৎ বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের (Ananya Pandey) নাম।

ওই হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে জানা গেছে সেদিন মুম্বইয়ের ক্রুজ পার্টিতে যোগ দেওয়ার আগে আরিয়ান বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই এনসিবি-র দাবি, অনন্যা আরিয়ানকে গাঁজার জোগান দিতেন। কিন্তু অনন্যা সে কথা অস্বীকার করেছেন।

   

Shahrukh Khan,শাহরুখ খান,Aryan Khan,আরিয়ান খান,Ananya Pandey,অনন্যা পান্ডে,NCB,এনসিবি,Drug Case,ড্রাগ কেস

তবে দ্বিতীয়দিন অর্থাৎ শুক্রবার বেশ কিছু কথা সম্ভবত মুখ ফস্কে বলে ফেলেছেন অনন্যা। সূত্রের খবর ওইদিন এনসিবির জেরার মুখে অনন্যা জানিয়েছিলেন তিনি নাকি আন্দাজ করতে পারছেন কে শাহরুখ-পুত্রকে মাদক সরবরাহ করতেন। পাশাপাশি তিনি এও জানান ইতিমধ্যেই সেই ব্যক্তি দু-এক বার আরিয়ানকে মাদক সরবরাহও করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী শাহরুখ খানের বাড়ির এক পরিচারককে নিশানা করেছেন।

Shahrukh Khan,শাহরুখ খান,Aryan Khan,আরিয়ান খান,Ananya Pandey,অনন্যা পান্ডে,NCB,এনসিবি,Drug Case,ড্রাগ কেস

গতসপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুদফায় এনসিবির তদন্তকারী অফিসারদের ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন অনন্যা। এনসিবি-র আধিকারিকরা জানিয়েছিলেন, অনন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন। এরপর আজ ফের একবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ এনসিবির দপ্তরে হাজিরা এড়িয়ে যান অনন্যা।

অনন্যা পান্ডে Ananya Panday

উল্লেখ্য গত সপ্তাহে এনসিবির দপ্তরে হাজিরা দিলেও পরপর দু’দিনই দেরি করে পৌঁছেছিলেন অনন্যা। যার জেরে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে অনন্যাকে ধমক দিয়ে বলেছিলেন ‘এটা কোনও প্রযোজনা সংস্থার দফতর নয়, কেন্দ্রীয় সংস্থার দফতর।’প্রসঙ্গত, আমাগিকাল হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আর্জির শুনানির দিন ধার্য রয়েছে, তার আগে অনন্যা পাণ্ডের এই হাজিরা এড়িয়ে যাওয়ার বিষয়টা ভালো চোখে দেখছেন না কেউই।