না টলিউডে দাপিয়ে কাজ তিনি কোনোও দিনই করেননি, কিন্তু যতটুকু করেছেন ততটুকু আজও ভুলতে পারেনি দর্শকেরা। আজ কথা বলব অভিনেত্রী অনন্যা চ্যাটার্জির (Ananya Chatterjee) সম্পর্কে। ধারাবাহিক ‘ সুবর্ণলতা’ (Subarnalata)-এ তাঁর অনবদ্য অভিনয় আজও হার মানাবে একালের যেকোনোও জনপ্রিয় টেলি তারকাকে। তবে আজ এত প্রতিভাবান অভিনেত্রীকে পর্দায় আর দেখা যায়না।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অনন্যা চ্যাটার্জি, কিন্তু কোনোও এক অজ্ঞাত কারণে আজ তিনি টলিউডে ব্রাত্য। এর কারণ কি রাজনীতি না অন্যকিছু সেই নিয়ে প্রশ্ন রয়েই যায়। ঋতুপর্ণ ঘোষের ছবি আবহমানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু তবুও যোগ্য সম্মানটুকু অনন্যা চ্যাটার্জিকে দেয়নি ইন্ডাস্ট্রি।
দীর্ঘ ৬ বছর তাকে দেখা যায়নি পর্দায়। অবশেষে অভিমান ভাঙলো অভিনেত্রীর। সক্কলকে উপহার দিচ্ছেন তিনি টলিউডে কামব্যাক করে। জানা যাচ্ছে, পরিচালক সুমন মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘পুতুল নাচের ইতিকথা’য় দেখা যাবে অনন্যাকে। আর তার বিপরীতে দেখা যাবে টলিউডের ব্যোমকেশ আবীর চ্যাটার্জিকে৷
দীর্ঘ ৬ বছর পর ক্যামেরার সামনে ফিরতে পেরে বেজায় আপ্লুত অনন্যা। আবীরের সাথে প্রথম শট টাই একেবারে নিখুঁত দিয়েছেন তিনি। আরও আশ্চর্যের ব্যাপার তিনি আরও জানিয়েছেন, ‘”শেষ বার আবীরের সাথে অভিনয় করেছিলাম ‘লভ দিলে না প্রাণে’তে শান্তিনিকেতনের একটা বাংলো তে, ২০১৪ এর পর ২০২২ এও একই বাংলোতে আবীরের সাথেই শ্যুট করছি।” মানিক বন্দোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ অবলম্বনে তৈরি এই ছবিতে সেন দিদির চরিত্রে একেবারে অন্য লুকে ধরা দেবেন অনন্যা।