অভিনয় তথা বিনোদনের জগতে যেমন নাম খ্যাতি রয়েছে তেমনি একটা অন্ধকার দিকও রয়েছে। বলিউড থেকে টলিউড (Tollywood) সর্বত্রই কাস্টিং কাউচের (Casting Couch) অভিযোগ উঠেছে। বলিউডের একাধিক অভিনেত্রী এমন অভিযোগ করেছেন বহুবার। তবে এবার টলিউডে কাস্টিং কাউচ এর শিকার হলেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। এমনটাই নাকি প্রস্তাব দিয়েছেন ডিরেক্টর অনিমেষ বাপুলি।
অবশ্য ঠিক যেমনটা ভাবছেন বিষয়টা সেটা নয়! আসলে কাস্টিং কাউচের শিকার ঠিকই হয়েছেন অন্যান্য তবে সেটা সিনেমার কাহিনীতে। তন্বী চৌধুরীর পরিচালনায় আসছে নতুন ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য বেঙ্গল লাইমলাইট (The Bengal Limelight)’। ছবির মূল কাহিনী কাস্টিং কাউচ নিয়েই। যেখানে একজন অভিনেত্রী হিসাবে অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে। আর অনিমেষ বাপুলি কাস্টিং ডিরেক্টরের ভূমিকাতেই অভিনয় করবেন।
ছবিতে অনন্যা চট্টোপাধ্যায়ের চরিত্রে নাম দেওয়া হয়েছে ‘সহজ’। সাধারণ চরিত্র হলেও তাঁর জীবনের একাধিক অধ্যায় রয়েছে, সেটা নিয়েই তৈরী কাহিনী। মোট ৯টি স্তরের কাহিনী রয়েছে এই এক ছবিতেই। তাই প্রতিটা চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং অন্যান্যের কাছে।
কিন্তু সত্যিই কি কাস্টিং কাউচ রয়েছে টলিউডে? বলিউডের মত টলিপাড়াতেও ছবি, সিরিয়াল বা ওয়েব সিরিজে অভিনয়ের জন্য এই নোংরামি চলে? নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তাঁর মতে, ‘ব্যক্তিগতভাবে নিজে কোনোদিনও এমন ঘটনার শিকার হয়নি। তবে অনেকের মুখেই শুনেছি কাস্টিং কাউচের শিকার হওয়ার কথা। আমায় এই ধরণের প্রস্তাব দিতে এপর্যন্ত কেউ সাহস পায়নি’।
অন্যদিকে অনিমেষ থেকে তন্বী দুজনের মতে টলিউডেও রয়েছে কাস্টিং কাউচ। কিছুদিন আগেই এক অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হয়েছেন। তাকে সিনেমা থেকে সিরিয়ালের কাস্টিংয়ের নাম করে শীলতাহানি করা হয়েছে। অভিনেত্রী ক্যামেরার আড়ালে একথা শিকার করলেও প্রকাশ্যে কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে একিছু বলতে রাজি নন। এবিষয়ে আরেক অভিনেত্রী পায়েল সরকার ওই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
কিভাবে এমন একটা ছবির কাহিনী সম্পর্কে ভাবনা তৈরী হল? এই প্রশ্নের জবাবে তন্বী বলেন, বর্তমানে টলিউড অনেকটাই ছোটপর্দার ওপর নির্ভর করে। কারণ ছোটপর্দায় অনেক অভিনেত্রীরা কাজ করেন। তাদের দেখেই এই কাহিনী তৈরির চিন্ত্রভাবনা। ভিনরাজ্যে একাধিক অভিনেত্রীদের সাথে এই নিয়ে সাক্ষাৎকার করেছেন তিনি। এমনকি রূপান্তরকামীদের সাথেও কথা বলেছেন। অনেক এমন অভিনেত্রী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করেও জনপ্রিয়তা পাননি। সেই সমস্ত অভিনেত্রীদের কাহিনীই শোনাবে সহজ।