• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারেগামাপা’র মঞ্চে বাংলার গর্ব অন্যান্য, পুষ্পা ছবির ‘সামি সামি’ গানে মুগ্ধ হিমেশ, রইল ভিডিও

গানের জগতে অন্যতম রিয়্যালিটি শো সারেগামাপা (Saregamapa)। সংগীতের এই মঞ্চে বাংলা থেকে হাজির হয়েছে অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty), নীলাঞ্জনা ও স্নিগ্ধজিৎ। বহু প্রতিযোগীদের টেক্কা দিয়ে বর্তমানে এই তিন বঙ্গসন্তান রয়েছে সারেগামাপার মঞ্চে। বাকি প্রতিযোগিতার জব্বর টেক্কা দিচ্ছে সকলেই। তবে সম্প্রতি অনন্যা দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে রীতিমত মুগ্ধ করে দিয়েছেন বিচারকদের, বিশেষত হিমেশ রেশমিয়াকে (Himesh Reshmmiya)।

আসলে শুরু থেকেই বাকিদের থেকে একটু আলাদা অনন্যা। নানা রঙের ব্রিড করা চুল বেশ নজর কাড়ে বিচারক থেকে শুরু করে দর্শকদের। সাথে দুর্দান্ত গানের গলায় অনন্যা অনেকটাই এগিয়ে বিজেতার ট্রফি পাওয়ার দিকে। সারেগামাপার দৌলতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছেন, রয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি অনুগামী। সেখানে ছবি থেকে ভিডিও শেয়ার করেন অনন্যা।

   

Saregamapa,Ananya Chakraborty,Himesh Reshmmiya,Viral Video,Ananya Chakraborty in Saregamapa,সারেগামাপা,অন্যান্য চক্রবর্তী,হিমেশ রেশমিয়া,সামি সামি,Sami Sami,Ananya Chakraborty Sami Sami song

সম্প্রতি অনন্যা সারেগামাপা’র মঞ্চের একটি গানের পারফর্মেন্সের ভিডিও শেয়ার করেছেন। যেখানে বিখ্যাত ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ গাইতে দেখা যাচ্ছে তাকে। দুর্দান্তভাবে এই গান গেয়ে শুনিয়ে রীতিমত সকলকে নাচতে বাধ্য করে দিয়েছেন অন্যান্য। এমনকি গানের সাথে সাথে রশ্মিকা মান্দানা স্টাইলে নেচেও দেখিয়েছেন মঞ্চেই। যেটা দেখে রীতিমত মুগ্ধ বিচারকেরা।

Saregamapa,Ananya Chakraborty,Himesh Reshmmiya,Viral Video,Ananya Chakraborty in Saregamapa,সারেগামাপা,অন্যান্য চক্রবর্তী,হিমেশ রেশমিয়া,সামি সামি,Sami Sami,Ananya Chakraborty Sami Sami song

অনন্যার পারফর্মেন্স দেখে দারুণ খুশি হয়ে গিয়েছেন হিমেশ রেশমিয়া। তিনি উঠে দাঁড়িয়ে জানিয়েছেন, ‘অনন্যা লোকে তোকে এতদিন ফ্লাওয়ার ভেবেছিল, তুই তো ফায়ার রে’। এমনকি শংকর মহাদেবন, বিশাল শেখরের থেকেও বেশ প্রশংসা পেয়েছে অনন্যা। এই গানের ছোট্ট টুকরো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অনন্যা যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, অনন্যা কিন্তু বিজয়ী ট্রফি পাবার লড়াইয়ে কমর কষেছে।

প্রসঙ্গত, বজবজের মেয়ে অনন্যা। ছোট থেকেই তাঁর সংগীত শিক্ষা, বাড়িতেও সংগীতের পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছেন তিনি। এরপর ভোকাল মিউজিক নিয়ে রবীন্দ্রাভারতি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। বাউল গানের প্রতি বেশ আকর্ষণ রয়েছে অনন্যার। তবে বাকি সমস্ত গানেও বেশ পারদর্শী সে। এটা সারেগামাপা এর মঞ্চে বহুবার প্রমাণ মিলেছে।