গত ১৯ শে জানুয়ারী ব্রিসবেনের গাব্বার (Gabba) মাঠে নতুন ইতিহাস সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমবার গাব্বার মাঠে জিতেছে ভারত। ম্যাচে ৩২৮ রানের লক্ষ্য সেট করেছিল অস্ট্রেলিয়া। যেটা মাত্র ৩ উইকেটে কভার করে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gawaskar Trophy) জিতে নিয়েছে ভারত।
ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা নিয়ে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) যে জয় অৰ্জন করলেন তা ছিল অনবদ্য। ভারতীয় ক্রিকেট দলের এই অবিশ্বাস্য প্রদর্শনকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া যে শুধু টেস্ট সিরিজ জিতে ফিরেছে তাই নয়, সাথে গাব্বায় অস্ট্রেলিয়ার টানা ৩২ বছরের জেতার দম্ভ চূর্ন করে দিয়েছে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের ঐতিহাসিক জয় ও অসাধারণ পারফর্মেন্সের জন্য বিসিসিআই এর তরফ থেকে টিম ইন্ডিয়ার গোটা দলের জন্য ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই। এবার মাহিন্দ্রা গ্রুপের আনন্দ মাহিন্দ্রা একটি দুর্দান্ত ঘোষণা করলেন। ভারতীয় দলের ছয় তরুণ সদস্যকে নিজের টাকায় নতুন Mahindra Thar SUV গিফট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মোট তিনটি টুইটের প্রথমটিতে আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, ভারতীয় দলের জয়ে বড়ো অবদান রেখেছেন এই ইয়ং ক্রিকেটাররা। সাথে আনন্দ মাহিন্দ্রা, মহম্মদ সিরাজ, টি. নটরাজন, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর এবং শুভমন গিলের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসাও করেছেন আনন্দ। আনন্দ আরো বলেন, চোটের কারণে শার্দুলের উপস্থিতি ছিল ক্ষনিকের জন্য। কিন্তু ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্টে তারা ভবিষ্যত প্রজন্মকে স্বপ্ন দেখা ও তা বাস্তবায়িত করার জন্য অনুপ্রাণিত করেছে।
Six young men made their debuts in the recent historic series #INDvAUS (Shardul’s 1 earlier appearance was short-lived due to injury)They’ve made it possible for future generations of youth in India to dream & Explore the Impossible (1/3) pic.twitter.com/XHV7sg5ebr
— anand mahindra (@anandmahindra) January 23, 2021
এরপর আরেকটি টুইট তিনি লিখেছেন, এই ইয়ং ক্রিকেটারদের গর্জে ওঠার কাহিনী তথ্য অনেককে উৎসাহিত করবে। আমি খুব খুশির সাথে জানাচ্ছি এই নতুন Mahindra Thar আমি নিজের অ্যাকাউন্ট থেকে দিতে খুবই আনন্দিত। এর জন্য কোম্পানির কোনো খরচ হবে না।
Theirs are true ‘Rise’ stories; overcoming daunting odds in the pursuit of excellence. They serve as an inspiration in all arenas of life. It gives me great personal pleasure to gift each of these debutants an All New THAR SUV on my own account—at no expense to the company. (2/3) pic.twitter.com/5aiHSbOAl1
— anand mahindra (@anandmahindra) January 23, 2021