• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইকে পিছনে ফেলতে বড় চমক উড়ন তুবড়িতে! ধারাবাহিকে এন্ট্রি নেবেন ‘এখানে আকাশ নীল’ খ্যাত হিয়া

উড়ন তুবড়ি,অনামিকা চক্রবর্তী,হিয়া,এখানে আকাশ নীল,Uron Tubri,hiya,ekhane akash neel,anamika Chakraborty

TRP তালিকায় অন্যান্য ধারাবাহিককে টেক্কা দিতে সব সময়ের জন্যই নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয় চ্যানেল কর্তৃপক্ষ। জি বাঙালির পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। আর এই নতুন সিরিয়ালের মধ্যে নতুন সংযোজন ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। সিরিয়ালে তিন মা মেয়ের কাহিনী দেখানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই তাদের জীবনে সমস্যাও রয়েছে। সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকারকে দেখা যাচ্ছে। আর গল্পে তারই মীর তুবড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি (Sohini Banerjee)। আর নায়ক অর্জুন এর চরিত্রে অভিনেতা স্বস্তিক ঘোষ।

শুরু থেকেই TRP রেটিং এ তেমন একটা জায়গা করতে পারেনি উড়ন তুবড়ি। তবে এবার আসছে আরও বড় চমক, কেননা ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন ‘এখানে আকাশ নীল ‘ খ্যাত হিয়া ওরফে অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। তার অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। হিয়া উজানের জুটি ধারাবাহিক শেষের পর আজও মনে রেখেছেন সকলেই। এই ধারকবাহিক থেকেই অনামিকা জনপ্রিয়তার তুঙ্গে ওঠে।

উড়ন তুবড়ি,অনামিকা চক্রবর্তী,হিয়া,এখানে আকাশ নীল,Uron Tubri,hiya,ekhane akash neel,anamika Chakraborty

শুধু এই ধারাবাহিকই নয় এর আগেও একাধিক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। হইচই খ্যাত ওয়েব সিরিজ ‘হোলি ফাকে’ও জমিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও ইস্কাবন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন অনামিকা। বলাই বাহুল্য, প্রায় এক বছর জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার পর এখন অনামিকার আরেক নাম হিয়াই।

উড়ন তুবড়ি,অনামিকা চক্রবর্তী,হিয়া,এখানে আকাশ নীল,Uron Tubri,hiya,ekhane akash neel,anamika Chakraborty

বেশ কিছুদিনের লম্বা বিরতির পর সম্প্রতি মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ওটুকু তে কি আর দর্শকদের মন ভরে? তাই ভক্তদের জন্য সুখবর নিয়ে উড়ন তুবড়িতে এন্ট্রি নিলেন অনামিকা৷ চরিত্রের নাম নিশা। সিরিয়ালের নায়ক অর্জুনের মা অঞ্জলি হবু পুত্রবধূ হিসাবে নিশাকে পছন্দ করেছেন তুবড়িকে ছেলের থেকে দূরে রাখতে। মনে করা হচ্ছে অনামিকা এন্ট্রি নিলে trp বাড়লেও বাড়তে পারে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥