• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্টি মুডে ‘এখানে আকাশ নীল’ এর হিয়া! ‘কোকাকোলা’ গানে কোমর হিলিয়ে নেটপাড়ায় ঝড় তুললেন লাস্যময়ী

সদ্যই শেষ হয়েছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’। কিন্তু এই ধারাবাহিক শেষ হওয়ায় মোটেও খুশি নন উজান হিয়ার ভক্তরা। পুরোনো স্মৃতি আগলেই দিন কাটাচ্ছেন তারা। তাদের প্রিয় জুটিকে ফের একসাথে দেখার জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছে হিয়ান-প্রেমীরা।

মন খারাপ হিয়া অর্থাৎ অনামিকা চক্রবর্তীর অনুরাগীদেরও। শুধু এই ধারাবাহিকই নয় এর আগেও একাধিক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। হইচই খ্যাত ওয়েব সিরিজ ‘হোলি ফাকে’ও জমিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। তারপর প্রায় এক বছর জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার পর ‘হিয়া’ চরিত্রটি প্রচুর ভালোবাসা কুড়িয়েছে।

সম্প্রতি, এই ছোট পর্দার চেনা মুখ হিয়াকেই দেখা গেল সম্পূর্ণ অন্য মুডে। কোনো এক পার্টিতে কালো ডিপ নেক একটি টপ এবং ট্রাউজারে সেজেছেন হিয়া ওরফে অনামিকা চক্রবর্তী। আর সেখানেই টোনি কক্করের কোকাকালে গানে নাচতে দেখা যায় অনামিকাকে। তার পারফেক্ট মুভস আর হাসির প্রশংসায় ইতিমধ্যেই পঞ্চমুখ নেটবাসীরা। এছাড়াও এমন চনমনে মুডে হিয়াকে দেখতে পেয়ে পুরোনো কষ্ট অনেকটাই লাঘব হয়েছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের ভক্তদের।

 

 

View this post on Instagram

 

Party?✌️?? Black Beauty ? @anamikachakraborty

A post shared by ◦●◉✿??︎?✿◉●◦∯❿?∯ (@ekhaneakashneel_fp) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥