• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মদ খেয়ে মাঝরাতে অচেনা মহিলাকে ভিডিও কল! দাদাগিরির পরিচালক শুভঙ্করের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Updated on:

Subhankar Chattopadhyay's random video call at midnight

বাংলা বিনোদন জগতে নন ফিকশন শো পরিচালনার ক্ষেত্রে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের (Subhankar Chattopadhyay) জুড়ি মেলা ভার। তা সে ‘মিরাক্কেল’ হোক কিংবা ‘দাদাগিরি’, অথবা ‘ডান্স বাংলা ডান্স’ সবক্ষেত্রেই সুপারহিট তিনি। এছাড়া কিছুদিন আগেই তিনি পরিচালনা করেছিলেন বাংলা সিরিয়ালও। বাচ্চাদের নিয়ে তৈরী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিস্বত্বের বোধবুদ্ধি’ পরিচালনার দায়িত্বে ছিলেন শুভঙ্কর।

আর এবারবাংলা টেলিভিশনের এহেন নামী পরিচালকের (Director) বিরুদ্ধে উঠল এক বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। শ্রেয়সী চক্রবর্তী (Shreosee Chakraborty) নামে এক মহিলা এদিন একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন বুধবার মাঝরাতে  তাকে একনাগাড়ে প্রায় ২৪ বার ভিডিয়ো কল করেছিলেন শুভঙ্কর। যা নিয়ে রীতিমতো বিরক্ত ওই মহিলা।

শুভঙ্কর চট্টোপাধ্যায়,Subhankar Chattopadhyay,পরিচালক,Director,শ্রেয়সী চক্রবর্তী,Shreosee Chakraborty,মাঝরাত,Midnight,ভিডিও কল,Video Call,অচেনা মহিলা,Unknown Leady

এদিন ফেসবুকের একটি দীর্ঘ পোস্টে শ্রেয়সী প্রথমে লিখেছিলেন ‘মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় যাঁর সঙ্গে আমার কোনও পূর্বপরিচিতি নেই। উনি গত কাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন’। শেষে নাকি বাধ্য হয়ে ওই মহিলা নিজের ভিডিয়ো মিউট করে ওনার সাথে কথা বলেন। তখন নাকি তিনি দেখেন পরিচালক মশাই  আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।

শুভঙ্কর চট্টোপাধ্যায়,Subhankar Chattopadhyay,পরিচালক,Director,শ্রেয়সী চক্রবর্তী,Shreosee Chakraborty,মাঝরাত,Midnight,ভিডিও কল,Video Call,অচেনা মহিলা,Unknown Leady

সেইসাথে এদিনের ওই ফেসবুক পোস্টে মহিলা ও জানান তাদের বাস্তবে কোনও পরিচিতি নেই, কর্মসূত্রেও কোনও আলাপ নেই। পরে আরও একটি পোস্টে সংক্ষেপে শ্রেয়সী লিখেছিলেন,’শুভঙ্কর আমায় ফোন করেছিলেন, ক্ষমা চেয়েছেন। মত্ত অবস্থায় থাকার জন্য তিনি ভুলবশত এমন কাজ করে ফেলেছেন। পোস্টটি ডিলিটও করতে বলেছেন। পোস্টটা আমি ডিলিট করব না। তবে তাঁর ক্ষমা আমি গ্রহণ করলাম’।
কিন্তু পরে দেখা যায় আগের সেই পোস্ট ফেসবুক মুছে দিয়েছেন অভিযোগকারিণী। সেইসাথে রীতিমতো বিরক্তি প্রকাশ করে আরও একটি পোস্টেওই মহিলা লিখেছেন ‘অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা হোক, সেটা চাই না’।
শুভঙ্কর চট্টোপাধ্যায়,Subhankar Chattopadhyay,পরিচালক,Director,শ্রেয়সী চক্রবর্তী,Shreosee Chakraborty,মাঝরাত,Midnight,ভিডিও কল,Video Call,অচেনা মহিলা,Unknown Leady

অন্যদিকে আনন্দবাজার অনলাইনের তরফে এ প্রসঙ্গে জানার জন্য পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে জবাবে তিনি জানিয়েছেন ‘এ মা! তাই নাকি, কই জানি না তো? কী ঘটেছে আমি জানি না, আমি জানার চেষ্টা করছি। তার পর আমি কথা বলছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥