বাংলা বিনোদন জগতে নন ফিকশন শো পরিচালনার ক্ষেত্রে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের (Subhankar Chattopadhyay) জুড়ি মেলা ভার। তা সে ‘মিরাক্কেল’ হোক কিংবা ‘দাদাগিরি’, অথবা ‘ডান্স বাংলা ডান্স’ সবক্ষেত্রেই সুপারহিট তিনি। এছাড়া কিছুদিন আগেই তিনি পরিচালনা করেছিলেন বাংলা সিরিয়ালও। বাচ্চাদের নিয়ে তৈরী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিস্বত্বের বোধবুদ্ধি’ পরিচালনার দায়িত্বে ছিলেন শুভঙ্কর।
আর এবারবাংলা টেলিভিশনের এহেন নামী পরিচালকের (Director) বিরুদ্ধে উঠল এক বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। শ্রেয়সী চক্রবর্তী (Shreosee Chakraborty) নামে এক মহিলা এদিন একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন বুধবার মাঝরাতে তাকে একনাগাড়ে প্রায় ২৪ বার ভিডিয়ো কল করেছিলেন শুভঙ্কর। যা নিয়ে রীতিমতো বিরক্ত ওই মহিলা।
এদিন ফেসবুকের একটি দীর্ঘ পোস্টে শ্রেয়সী প্রথমে লিখেছিলেন ‘মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় যাঁর সঙ্গে আমার কোনও পূর্বপরিচিতি নেই। উনি গত কাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন’। শেষে নাকি বাধ্য হয়ে ওই মহিলা নিজের ভিডিয়ো মিউট করে ওনার সাথে কথা বলেন। তখন নাকি তিনি দেখেন পরিচালক মশাই আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।

অন্যদিকে আনন্দবাজার অনলাইনের তরফে এ প্রসঙ্গে জানার জন্য পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে জবাবে তিনি জানিয়েছেন ‘এ মা! তাই নাকি, কই জানি না তো? কী ঘটেছে আমি জানি না, আমি জানার চেষ্টা করছি। তার পর আমি কথা বলছি’।