• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুঁড় দিয়ে কেক কাটিয়ে জন্মদিন পালন হল এক বছরের বাচ্চা হাতির, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

সোশ্যাল মিডিয়া বড় আজব জিনিস! রোজ এর দৌলতে কত জিনিসই যে চোখে পড়ে। একেকেটা কান্ড দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা কান্ড দেখে আবার চোখ কপালে ওঠার জোগাড় হয়৷ আচ্ছা মানুষের জন্মদিন পালন তো আমরা দেখেছি। সেই বিশেষ দিনে কোনোও প্রিয় মানুষকে রকমারি উপহারে ভরে দেওয়ার ঘটনা আমরা দেখেছি।

কিন্তু হাতির জন্মদিন পালন কি কখনোও দেখেছেন? এবার কেরলে পালিত হল হাতির জন্মদিন। এক বছরের বাচ্চা হাতি শ্রীকুট্টির জন্মদিন পালন হল বড়সড় ভাবে, আনা হল স্পেশাল কেক, সাজানো হল ‘বার্থডে এলিফ্যান্ট’ কেও।

এই জন্মদিন পার্টিতে শ্রীকুট্টি ছাড়াও ছিল আরও ১৫ টা হাতি, তারা প্রত্যেকেই মহানন্দে শ্রীকুট্টির জন্মদিনে মেতেছে৷ হাতিটিকে শুঁড় দিয়ে কেক কাটতেও দেখা যায়। ভিডিও টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

রবিবার শ্রীকুট্টি নামের এই খুদে হাতির তিরুবনন্তপুরমের কপপুকাদু হাতি উদ্ধার কেন্দ্রে তার জন্মদিন উদযাপন করেছিলেন। জন্মের মাত্র দুদিন পর গুরুতর অবস্থায় এই হাতিটিকে একটি বন থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকারী দল তাকে সাবধানে স্বাস্থ্যসেবা করেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥