দীপাবলি মানেই আলোর উৎসব। কিন্তু এই আলোর উৎসবে আদৌ সকলের ঘরের অন্ধকার দূর হয় তো? হয়না। এমন অনেক পরিবার আছে যাদের কাছে কোনোও উৎসবই পেটের দায়ে আনন্দের হয়ে ওঠেনা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেক জনের প্রতিভা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। ইন্টারনেটের সুবিধা এই যে কত অজানা ঘটনা নিমেষে চোখে পড়ে আমাদের।
এই দিওয়ালি উপলক্ষ্যেই এক হতদরিদ্র পরিবারের দুই শিশু রাস্তায় প্রদীপ বিক্রি করছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। ওই স্থানেই অনেকক্ষন ধরেই এক পুলিশ অফিসার লক্ষ্য করেন হতদরিদ্র পরিবারের ঐ দুই শিশু সকাল থেকে একটিও প্রদীপ বিক্রি করতে পারে নি। বিষয়টি অনুধাবন করা মাত্রই তিনি ওই শিশুদের কাছে যান, এবং প্রদীপের দাম জিজ্ঞেস করেন। এরপর দ্বিগুণ দামে ওই দুই শিশুর থেকে প্রচুর প্রদীপ কিনে নেন ওই পুলিশ অফিসার। ঘটনাটি মন কেড়েছে নেটবাসীর। ইতিমধ্যেই এই মানবিক ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। দেড় লাখের বেশি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি, সকলেই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।
मेरठ में ड्यूटी पर तैनात इन पुलिसवालों ने देखा कि काफी देर से इन मासूमों के दिये नहीं बिक रहे,लिहाज़ा बच्चों के पास पहुँचे और उनसे ढेर सारे दिये ख़रीद लिए,वह भी दुगुनी क़ीमत पर,ये हुई ना असली दीपावली,आइए ऐसी ही दीपावली मनाएं,PM श्री @narendramodi जी के अभियान को खूब आगे बढ़ाएं। pic.twitter.com/6gOoqolDcS
— Dr. Shalabh Mani Tripathi (@shalabhmani) November 13, 2020