• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেল্লা ধরে রাখতে কুকুরের মূত্র পান করেন মহিলা! চরম ভাইরাল ভিডিও

Published on:

Dog Urine Viral Video

Viral Video: ঝলমলে ত্বক (Skin), সুন্দর চেহারা, আর ভরপুর জেল্লা কে না চায়? আর তাই জন্যই বিউটিপার্লার বা বিভিন্ন বিউটি (Beauty) প্রোডাক্টের এত্ত রমরমা৷ সর্বক্ষণই মানুষ ছুটে চলেছে সৌন্দর্যের দিকে। রোজই কতশত বিজ্ঞাপন চোখে পড়ে আমাদের। রূপচর্চার টিপসে মাঝেমধ্যেই ভরে যায় সোশ্যাল মিডিয়া, আর নিমেষে ঝড়ের গতিতে ভাইরালও হয়ে যায় সেসব।

কিন্তু এই আমেরিকান সুন্দরীর সৌন্দর্যের আসল রহস্য জানতে পেরে বিস্মিত হয়েছেন গোটা নেটপাড়া। সম্প্রতি নেটপাড়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক সুন্দরী বাড়িতে একটি পোষ্য কুকুর (Dog) রেখেছেন। হ্যাঁ আপনি হয়ত ভাবছেন এতে আবার অবাক হওয়ার কী আছে? কিন্তু পিকচার আভি বাকি হ্যাঁ!

অবাক হওয়ার কারণ এটাই যে সেই কুকুরটিকে নিয়ে তিনি বাগানে ঘুরতে গিয়ে তার পিছনে ছুটছিলেন কুকুরটির মূত্র (Dog’s Urine) সংগ্রহ করার জন্য। আর তারপর ভিডিওতে দেখা যায়, সেই মূত্র নিজের গলায় ঢেলে ঢকঢক করে পান করে নিলেন মহিলা।

মহিলা এই মূত্র পানের কারণ জানিয়ে বলেছেন, তার সুন্দর ত্বক এবং রূপ ধরে রাখতেই নিয়ম করে দুই থেকে তিনবার কুকুরের মূত্র পান করেন তিনি। কোনো পার্লার বা বিউটি প্রোডাক্ট না মেখে এই কুকুরের মূত্র পান করেই তিনি উপকার পেয়েছেন বলেও জানান।

এই কুকুরের মূত্র পানের বিষয়টি নাকি নিজেই আবিষ্কার করেন মহিলা। এই অভ্যাসের পর থেকে তার মুখ থেকে চলে গেছে সমস্ত ব্রণ এবং গায়ের রঙ তার আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও তার মতে কুকুরের মূত্রতে নাকি ভিটামিন A, ভিটামিন E আছে। এছাড়া ক্যালসিয়াম আছে। তাই কুকুরের মূত্র পান করেন তিনি। এই ভিডিও ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়ায়। তা আপনিও নিজের সৌন্দর্য ধরে রাখতে চেখে দেখবেন নাকি মহিলার এই টোটকা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥