বলিউডের (Bollywood) চর্চিত বিয়ের প্রসঙ্গ যদি ওঠে তাহলে অবশ্যই সইফ আলি খান (Saif Ali Khan) এবং অমৃতা সিংয়ের (Amrita Singh) বিয়ের কথা আসবেই। বয়সে ছোট সইফকে বিয়ে করায় সেই সময় প্রচুর কটুক্তি শুনতে হয়েছিল অভিনেত্রীকে। এরপর যখন সেই বিয়ে ভাঙে তখনও অনেকের থেকে কটু কথা শুনেছিলেন অমৃতা। তবে আজকের এই প্রতিবেদন অবশ্য সইফ-অমৃতাকে নিয়ে নয়, বরং অমৃতার এক প্রাক্তন নিয়ে। যার সঙ্গে বিবাহবন্ধনে (Married) আবদ্ধ হতে চাইলেও শুধুমাত্র একটি কারণে পিছিয়ে এসেছিলেন অভিনেত্রী।
সারা আলি খানের (Sara Ali Khan) মা অমৃতা এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের ব্যক্তিগত জীবনের কারণে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। বিবাহিত বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে পরকীয়া থেকে শুরু করে বয়সে ছোট সইফকে বিয়ে এবং ডিভোর্স- অমৃতার ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে চর্চার কেন্দ্রে। আজকের প্রতিবেদনেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমনই এক চর্চিত অধ্যায়ের কথা তুলে ধরা হল।
আশির দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অমৃতা। কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। কাজ করতে করতেই তাঁর আলাপ হয় সইফের সঙ্গে। ১৯৯১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। অভিনেত্রী জন্ম দেন তাঁদের দুই সন্তান সারা এবং ইব্রাহিমের। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন সইফ-অমৃতা।
তবে আপনি কি জানেন, নবাব সইফকে বিয়ের আগে অমৃতা বিয়ে করতে চাইতেন ভারতীয় ক্রিকেট দলের এক তারকা ক্রিকেটারকে? সেই ক্রিকেটারের নাম হল রবি শাস্ত্রী (Ravi Shastri)। হ্যাঁ, ঠিকই দেখছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রীর।
শোনা যায়, অমৃতা এবং রবি একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন। শুধু তাই নয়, দেশের এই তারকা ক্রিকেটারকে বিয়েও করতে চাইতেন অভিনেত্রী। কিন্তু রবির দেওয়া একটি শর্তের কারণে হয়নি তাঁদের বিয়ে, ভেঙে যায় সম্পর্কও। নিশ্চয়ই ভাবছেন, কী এমন শর্ত রেখেছিলেন তিনি?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রবি নাকি অমৃতাকে পরিষ্কার বলে দিয়েছিলেন, বিয়ের পর সিনেমায় অভিনয় করা চলবে না। অর্থাৎ বিনোদন দুনিয়াকে বিদায় জানাতে হবে অভিনেত্রীকে। এই শর্তই মেনে নিতে পারেননি অভিনেত্রী। আর সেই কারণেই ভালোবাসা থাকলেও সেই সম্পর্ক ইতি টানার সিদ্ধান্ত নেন দু’জনে।