• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় ভিলেন হলেও বাস্তবে রোম্যান্টিক অমরীশ পুরি, রইল মোগ্যাম্বোর প্রেমকাহিনী ও স্ত্রীর পরিচয়

বলিউডের অন্যতম জনপ্রিয় ভিলেনদের নামের তালিকা তৈরি করা হলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে অমরীশ পুরীর (Amrish Puri)। এত বছর পরেও দর্শকদের মনে তাঁর অভিনীত এক-একটি চরিত্র এখনও গেঁথে রয়েছে। তবে অমরীশ এমন একজন অভিনেতা যার কাজের বিষয়ে অনুরাগীরা জানলেও, ব্যক্তিগত জীবনের বিষয়ে খুব কম লোকই জানেন। বড় পর্দার এই ভিলেনের লাভ স্টোরি যে বাস্তবে যে কোনও সিনেমাকেও হারিয়ে দিতে পারে, তা হয়তো অনেক কম অনুরাগীই জানেন।

একাধিক সিনেমায় মেয়েদের টোন-টিটকিরি কাটতে দেখা গিয়েছে অমরীশকে। তবে বাস্তবে তিনি ছিলেন একেবারে ‘জেন্টলম্যান’। কখনও কোনও পানীয়ের নেশা তিনি করতেন না। পাশাপাশি বলিউডে এত সময় কাটানোর পরেও স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে তাঁর নামও জড়ায়নি। সবসময় মহিলাদের সম্মান করতেন তিনি। তবে আপনি কি জানেন, অমরীশ পুরী এবং ওনার স্ত্রীয়ের প্রেমকাহিনী কীভাবে শুরু হয়েছিল?

   

Amrish Puri

১৯৩২ সালের ২২ জুন পাঞ্জাবে জন্ম হয়েছিল বড় পর্দার ‘মোগ্যাম্বো’র। সেখানেই বেড়ে ওঠা। অভিনয় দুনিয়ায় পা রাখার আগে অমরীশ অবশ্য একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। সেখানেই তাঁর স্ত্রী’কে প্রথম দেখেছিলেন আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান।

Amrish Puri love story

সম্প্রতি বলিপাড়ার এই জনপ্রিয় ভিলেনের নাতি তাঁর প্রেমকাহিনী জনসমক্ষে এনেছেন। অমরীশের নাতি বর্ধন এই বিষয়ে বলেন, ‘ঠাকুমা ঊর্মিলা দিবেকরের সঙ্গে দাদুর পরিচয় বিমা কোম্পানিতে হয়েছিল। সেখানে দাদু ক্লার্ক হিসেবে কাজ করতেন। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে  গিয়েছিলেন। কিন্তু দাদু পাঞ্জাবি ছিল এবং ঠাকুমা দক্ষিণ ভারতীয়। তাই দুই পরিবার এই বিয়ের অমতে ছিল। কিন্তু ওনারা হার মানেননি। দুই পরিবারকে রাজি করিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন দু’জনে’।

Amrish Puri family

এছাড়াও বর্ধন জানিয়েছে, তাঁর দাদু এবং ঠাকুমা তাঁদের জীবনে কত পরিশ্রম করেছেন। অমরীশ যখন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন, সেই সময় পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঊর্মিলাদেবী। ওভার টাইম করে পরিবারের পেট চালাতেন। তাই নাকি বলিপাড়ার জনপ্রিয় শিল্পী সর্বদা বলতেন, ‘আমি হিরো হই বা না হই, কিন্তু এই বাড়ির হিরো সবসময় আমার বৌ থাকবে’।

Amrish Puri with his wife

অমরীশের কেরিয়ারের শুরু হয়েছিল ১৯৭১ সালে। ‘প্রেম পূজারী’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর আরও কয়েকটি ছবিতে কাজ করলেও, সেইভাবে সফলতা পাননি। কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করার পর থেকে আস্তে আস্তে সাফল্য পেতে থাকেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ‘মোগ্যাম্বো’র চরিত্রে অভিনয় করার পর।

বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অমরীশ। সেই তালিকায় নাম রয়েছে, ‘নাগিনা’, ‘রাম লখন’, ‘ত্রিদেব’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সহ একাধিক ছবির। হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। বলিউডের ‘মোগ্যাম্বো’ ২০০৫ সালের ১২ জানুয়ারি ৭২ বছর বয়সে ব্রেন টিউমারের কারণে প্রয়াত হন।

site