• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় থেকে রাজনীতি সাফল্যের সাথে এসেছে অর্থ! রইল অমিতাভ পত্নী জয়ার মোট সম্পত্তির পরিমাণ

Published on:

Amitabh Bachchan,অমিতাভ বচ্চন,Jaya Bacchan,জয়া বচ্চন,Property,সম্পত্তি,Acting,অভিনয়,Politics,রাজনীতি

জয়া বচ্চনকে (Jaya Bachchan) কে না চেনেন! বাংলার পাশাপাশি হিন্দি সিনেমা জগতের এই দাপুটে অভিনেত্রী সিনেমা জগতে নিজের দাপট দেখানোর পর রাজনীতির আঙিনাতেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।বর্তমানে রাজ্যসভার সাংসদ এই বর্ষীয়ান অভিনেত্রী। ১৯৭৩ সালে বলিউড শহেনশা অমিতাভ বচ্চনের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলার ধন্যি মেয়ে জয়া ভাদুড়ী।

১৯৪৮ সালের ৯ এপ্রিল জবলপুরে জন্মগ্রহণ করেছিলেন এই বলিউড অভিনেত্রী। যিনি বর্তমানে বচ্চন পরিবারের অন্যতম কর্ত্রীও বটে। জানা যায় পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয় শিখেছিলেন জয়া বচ্চন। সেসময় স্বর্ণপদকও পেয়েছিলেন অভিনেত্রী। তখন যদিও তিনি জয়া ভাদুড়ী।

Amitabh Bachchan,অমিতাভ বচ্চন,Jaya Bacchan,জয়া বচ্চন,Property,সম্পত্তি,Acting,অভিনয়,Politics,রাজনীতি

১৯৬৩ সালে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। এরপরেই জনপ্রিয় পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘গুড্ডি’ দিয়েই বিরাট সাফল্য পান জয়া। সেই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন জয়া ভাদুড়ি। টিভির পর্দাতেও অমিতাভ বচ্চনের সাথে জুটি বেঁধেছিলেন একাধিক জনপ্রিয় সিনেমায়।

গুড্ডির তুমুল সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি জয়াকে। একের পর এক উপহার, কোরা কাগজ, অভিমান, চুপকে-চুপকে এবং শোলের মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় ব্যাপক সমাদৃত হয়েছিলেন জয়া। জীবনের প্রায় প্রতিটি পর্যায়েই সাফল্যের সাথেই দিনে দিনে আকাশ ছুঁয়েছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণও।

Amitabh Bachchan,অমিতাভ বচ্চন,Jaya Bacchan,জয়া বচ্চন,Property,সম্পত্তি,Acting,অভিনয়,Politics,রাজনীতি

বর্ষীয়ান এই অভিনেত্রীর বিরাট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, রাজ্যসভা নির্বাচনের সময় দেওয়া হলফনামায় জয়া বচ্চন এবং তাঁর স্বামী অমিতাভ বচ্চনের মোট সম্পত্তি ছিল ১০.০১ বিলিয়ন। হলফনামা অনুসারে, জয়া বচ্চনের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৮ কোটি টাকা। শুধু তাই নয়, জয়া বচ্চন ২৬,১১,০০,০০০ টাকার গয়নার মালিকও।এছাড়াও, দুবাইয়ের ব্যাঙ্কে প্রায় ৬,৬০,০০,০০ টাকা জমিয়েছেন অভিনেত্রী এবং ভোপাল এবং লখনউয়ের কাকোরি শহরে ৩৭,২৫,০০,০০০ টাকা মূল্যের কৃষি জমিও রয়েছে তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥