বলিউড ইন্ডাস্ট্রির বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বয়স বাড়ার সাথে সাথেই যেন এই কিংবদন্তিশিল্পীর বহুমুখী প্রতিভার আরও বেশি করে বিস্তার ঘটে চলেছে। বিগত কয়েক দশক ধরেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার অবকাশ নেই।
বর্তমান প্রজন্ম হোক কিংবা আগের প্রজন্ম অভিনয় জগতে আসা যে কোন অভিনেতা অভিনেত্রীদের কাছে চিরকালই অমিতাভ বচ্চন মানেই অনুপ্রেরণা। নতুন নতুন পুরনো সকল অভিনেতা অভিনেত্রীদেরই তাঁর কাছ থেকে শেখার শেষ নেই। তবে এমন অনেকেই আছেন যারা অভিনয়ের পাশাপাশি দারুন ফ্যান বিগবির উদাত্ব কণ্ঠের।
এই কারণে, আজও আমাদের দেশে বিভিন্ন জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনী প্রচারে হোক কিংবা কোন সিনেমার ভয়েস ওভারে গলা দেওয়ার ক্ষেত্রে কন্ঠ দেওয়ার জয় সবার প্রথমেই আসে অমিতাভ বচ্চনের নাম। অনেকেই হয়তো ইতিমধ্যেই তার গলায় কবিতা শুনেছেন। তবে এবার অভিনেতা অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে একজন সঙ্গীত রচয়িতা হিসেবে।
প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম হলেন আর বাল্কি। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন সিনেমা ‘চুপ’। ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’-এর মতো ভিন্ন স্বাদের সিনেমা বানিয়ে থাকেন তিনি। ২০০৭ সালে ‘চিনি কম’ বানানোর দীর্ঘ ১৫ বছর পর আবারও এই ‘চুপ’ সিনেমার মধ্যে দিয়ে দর্শকদের আবারও একটি এক প্রেমের সাইকো থ্রিলার গল্প উপহার দিতে চলেছেন তিনি।
বলিউডে বিগবির সাথে বাল্কির বন্ধুত্ব বহুদিনের। এবার তাঁর এই আসন্ন সিনেমার হাত ধরেই সংগীত রচয়িতা হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বিগবির। এপ্রসঙ্গে মুম্বাইয়ের এক সংবাদ সংস্থায় পরিচালক বাল্কি জানিয়েছেন অনেকগুলো কারণের জন্য এই ছবিটা তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ।
পরিচালকের কথায় এই ছবির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভ বচ্চনের। ছবিটি দেখার পর থেকে বিগ বি নাকি নিজেই সুর তুলেছিলেন পিয়ানোয়। তাই তার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার তিনি ব্যবহার করেছেন নিজের সিনেমার শেষে টাইটেল ট্র্যাক হিসাবে ব্যবহার করবেন। এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সানি দেওল, দুলকির সলমন, পূজা ভট্ট-সহ আরও অনেকে।