• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের বুম্বার প্রশংসায় পঞ্চমুখ বিগবি! ‘আয় খুকু আয়’ ছবির ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ…

Ay Khuku Ay,ay khuku ay release date,ditipriya roy,New Movie,Prosenjit Chatterjee,Tollywood,আয় খুকু আয়,টলিউড,দিতিপ্রিয়া রায়,নতুন সিনেমা,প্রসেনজিৎ চ্যাটার্জি,রিলিজের তারিখ,amitabh bachchan,অমিতাভ বচ্চন,ট্রেলার

সিনেমা প্রেমীদের জন্য সুখবর। টলিউডের তারকা খচিত এই সিনেমাকে কেন্দ্র করে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হতে শুরু করেছে তুমুল আগ্রহ। উল্লেখ্য ‘সুইৎজারল্যান্ড’ সিনেমার সাফল্যের পর জিৎ (Jeet) -এর প্রযোজনা সংস্থা ও শৌভিক কুন্ডু (Sauvik Kundu) আবার একসঙ্গে নিয়ে আসছে তাঁদের পরবর্তী ছবি, ‘আয় খুকু আয়’ (Ay Khuku Ay) ।

এই ছবিতে এক মফস্বলে বেড়ে ওঠা চিরন্তন বাবা-মেয়ের গল্প বলতে চলেছেন পরিচালক শৌভিক। যেখানে নিপাট সাধারণ একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া থাকবে। সেইসাথে থাকবে বাঙালি রীতি মেনে মেয়ের হাত ধরে বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেওয়ার গল্প। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং পরিচালক সৃজিত মুখার্জী ঘরণী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiat Rashid Mithila)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।

Ay Khuku Ay,ay khuku ay release date,ditipriya roy,New Movie,Prosenjit Chatterjee,Tollywood,আয় খুকু আয়,টলিউড,দিতিপ্রিয়া রায়,নতুন সিনেমা,প্রসেনজিৎ চ্যাটার্জি,রিলিজের তারিখ,amitabh bachchan,অমিতাভ বচ্চন,ট্রেলার

ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এছাড়াও থাকছেন এক ঝাঁক তারকা। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। অনেক দিন পর এক্কেবারে অন্য ধাঁচের একটা চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

Ay Khuku Ay,ay khuku ay release date,ditipriya roy,New Movie,Prosenjit Chatterjee,Tollywood,আয় খুকু আয়,টলিউড,দিতিপ্রিয়া রায়,নতুন সিনেমা,প্রসেনজিৎ চ্যাটার্জি,রিলিজের তারিখ,amitabh bachchan,অমিতাভ বচ্চন,ট্রেলার

মুক্তির আগেই এই ছবির মুকুটে জুড়ল একটা দামি পালক। কারন ছবির ট্রেলার দেখেই অভিভূত হয়েছেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । এখানেই শেষ নয় ছবির ট্রেলার নিজের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে ছবির জন্য ‘বুম্বা’কে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন বলিউডের শেহেনসা।

একটি ছবির মুক্তির আগে কলাকুশলী থেকে শুরু করে নির্মাতা প্রত্যেকেরই থাকে দুর্দান্ত চাপ। সেখানে অমিতাভ বচ্চনের থেকে পাওয়া এহেন শুভেচ্ছা বার্তা যে নিঃসন্দেহে দিতিপ্রিয়া এবং প্রসেনজিৎকে খানিক অক্সিজেন জুগিয়েছে তা বলাই বাহুল্য। এর আগেও বহুবার টলিউড তারকাদের নাম গান করেছেন বিগ বি , কখনও কখনও চিঠিও লিখেছেন। এদিন ‘আয়  খুকু আয় ‘ এর ট্রেলার শেয়ার করে অমিতাভ লিখলেন  ‘অল দ্য বেস্ট বুম্বা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥