• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের কথায় ওঠেন-বসেন! ‘জোরু কা গুলাম’ তকমা পেয়েছেন এই ৮ বলিউড তারকা

Published on:

Amitabh Bachchan to Shah Rukh Khan, these Bollywood actors are scared of their wives

বলিউডে (Bollywood) এমন অনেক নায়ক (Actor) আছেন যারা নিজেদের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন। বৌকে ছাড়া এক মুহূর্ত চলে না তাঁদের। আবার এমন অনেক নায়কও (Bollywood Actor) রয়েছেন যারা বৌকে রীতিমতো ভয় পান। বৌ কোনও কথা বললে সেই কথা অমান্য করার সাহস তাঁরা দেখান না (Scared)। সেই জন্য ‘জোরু কা গুলাম’ তকমাও পেয়েছেন সেই বলি অভিনেতারা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বলি তারকাদের নাম।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চন তাঁর স্ত্রী জয়া বচ্চনকে ভালো ভয় পান। জয়া কিছু বললে একেবারে চুপ করে তা শোনেন ‘বিগ বি’। বাইরে অমিতাভ সুপারস্টার হলেও, জয়ার সামনে তাঁর মুখ খোলে না বললেই চলে।

Amitabh Bachchan and Jaya Bachchan

শাহরুখ খান (Shah Rukh Khan)- অমিতাভের মতো শাহরুখও তাঁর স্ত্রীকে বেশ ভয় পান। গৌরীর সামনে মুখ খোলার আগে দশবার ভাবেন তিনি। বলিউডে শাহরুখ ‘বাদশা’ হলেও ‘বেগম’ গৌরীর সামনে তাঁরা কোনও জারিজুরিই কিন্তু চলে না।

Shah Rukh Khan and Gauri Khan

গোবিন্দা (Govinda)- সুপারস্টার গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা বেশ হাসিখুশি স্বভাবের একজন মানুষ। সপাট জবাবে যে কারোর মুখ বন্ধ করে দিতে পারেন তিনি। একাধিকবার দেখা গিয়েছে, সুনীতার সামনে মুখ বন্ধ হয়ে গিয়েছে গোবিন্দার।

Govinda and Sunita Ahuja

অক্ষয় কুমার (Akshay Kumar)- অক্ষয় কুমার বলিউডের ‘খিলাড়ি’। তবে স্ত্রী টুইঙ্কলের সামনে কোনও ‘খেল’ই দেখাতে পারেন না তিনি। বরং বাড়িতে এবং অক্ষয়ের জীবনে রাজত্ব করেন টুইঙ্কলই।

Akshay Kumar and Twinkle Khanna

অভিষেক বচ্চন (Abhishek Bachchan)- বাবা অমিতাভের মতো অভিষেকও নিজের স্ত্রীকে বেশ ভয় পান। একবার এক শোয়ে এসে অমিতাভ-পুত্র বলেছিলেন, তিনি সবচেয়ে বেশি ভয় পান স্ত্রী ঐশ্বর্যকে।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan, Abhishek Bachchan stopped Aishwarya Rai Bachchan from doing films

ধর্মেন্দ্র (Dharmendra)- সুপারস্টার ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হলেন হেমা মালিনী। ভালোবেসে বিয়ে করেছিলেন দু’জনে। বিয়ের বেশ কয়েক বছর পর ধর্মেন্দ্র নিজে বলেছিলেন তিনি হেমাকে বেশ ভয় পান।

Dharmendra and Hema Malini

ভিকি কৌশল (Vicky Kaushal)- প্রায় দেড় বছর হল বিয়ে করেছেন ভিকি কৌশল। বলি সুন্দরী ক্যাটরিনা কাইফের স্বামী তিনি। আপাতদৃষ্টিতে ক্যাটরিনাকে দেখে শান্ত মনে হলেও, ভিকি একবার বলেছিলেন তাঁর স্ত্রী রেগে গেলে তাঁকে শান্ত করা মুশকিল। সেই সময় একেবারে মুখ বন্ধ করে স্ত্রীয়ের সব কথা শোনেন তিনি।

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif and Vicky Kaushal divorce

কপিল শর্মা (Kapil Sharma)- তালিকার শেষ নামটি হল জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার। কপিল এমন একজন ব্যক্তিত্ব যিনি তাঁর শোয়ে অতিথি হয়ে আসা প্রায় সকল নায়িকার সঙ্গে ফ্লার্ট করেন।

Kapil Sharma and Ginni Chatrath

দীপিকা থেকে শুরু করে কিয়ারা- একাধিক বলি নায়িকার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সামনে যদি স্ত্রী গিনি থাকেন, তাহলেই হাওয়া টাইট হয়ে যায় কপিলের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥