• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমিতাভ বচ্চন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, টাকার দরকারে ঘরবাড়ি বেচতে হয়েছে এই ৫ তারকাদের

সম্প্রতি বিটাউনে ভাইরাল হয়ে পড়েছে অমিতাভ বচ্চনের দিল্লির বাড়ি বিক্রি করার খবর। কয়েক দশক ধরে অভিনয়ের দৌলতে কোটি কোটি মানুষের মন জিতেছেন তিনি। অভিনয়ের দৌলতেই মিলেছে ব্যাপক যশ, খ্যাতি থেকে টাকা। তবে বর্তমানে টাকার দরকার পড়েছে অভিনেতার! তাই হয়তো বিক্রি করে দিলেন দিল্লির বাড়ি ‘সোপান’, যেখানে একসময় মা বাবার সাথে থাকতেন অমিতাভ বচ্চন।

অবশ্য বলিউডে সম্পত্তি বিক্রি করা এই প্রথম নয়। প্রতিবছরই একাধিক অভিনেতারা নিজেদের স্বপ্নের বাড়ি থেকে শুরু করে সম্পত্তি কর্নেল মুম্বাইও থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও। আবার অনেক সময় সেগুলি বিক্রিও করে দেন। আজ আপনাদের সামনে এমন ৫ তারকার কথা তুলে ধরব যারা বিভিন্ন সময়ে নিজেদের প্রয়োজনে সম্পত্তি বিক্রি করেছেন।

   

১. অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)

Amitabh Bacchan sold delhi house Sopaan for 23 crores

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন বর্তমান মুম্বাইয়ের ‘জলসা’তে থাকেন স্ত্রী যায় বচ্চন, ছেলে পুত্রবধূ ও নাতনিকে নিয়ে। তবে এছাড়াও একাধিক বাড়ি রয়েছে তাঁর। যার মধ্যেই একটি হল দিল্লির ‘সোপান’। গত ডিসেম্বর মাসেই ২৩ কোটি টাকার বিনিময়ে এই বাড়ি বিক্রি করে দিয়েছেন অভিনেতা।

২. অভিষেক বচ্চন (Abhishek Bacchan)

Abhishek Bacchan son of Amitabh Bacchan

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেকে বচ্চন। বলিউডে ব্যাপক সাফল্য না পেলেও বেশ কয়েকশো কোটির সম্পত্তি রয়েছে তাঁর। গত বছর অভিনেতা ওরলিতে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দেন। ওবেরয় ৩৬০ এর ৩৭ তলায় থাকা এই অ্যাপার্টমেন্টটিকে ৪৫ কোটি তাকে বিক্রি করেন অভিনেতা।

৩. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

Priyanka Chopra Became Mother by surrogecy

বলিউডে দেশি গার্ল নাম পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া। দুর্দান্ত অভিনয়ের দৌলতে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী। বিখ্যাত পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে মা হয়েছেন অভিনেত্রী সারোগেসির মাধ্যমে। প্রিয়াঙ্কা ও নিক নিজেদের বেভারলি হিলস এর বিশাল বাড়ি ৬.৯ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন।

৪.  অক্ষয় কুমার (Akshay Kumar)

Amitabh Bacchan,Abhishek Bacchan,Priyanka Chopra,Akshay Kumar,Karishma Kapoor,অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,অক্ষয় কুমার,করিশ্মা কাপুর,বাড়ি বিক্রি,Bollywood Celebrities who sold houses,amitabh bacchan sold house at 23 crore,5 bollywood celebrities who sold their own houses

খিলাড়ি অভিনেতা অক্ষয় কুয়ামের। বলিউডের সবচাইতে অ্যাক্টিভ অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে যে সিনেমায় করেন সেটাই সুপারহিট। এভাবেই কয়েক হাজার কোটির সম্পত্তি তৈরী করেছেন অক্ষয় কুমার। তবে একসময় নিজের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অভিনেতা। আন্ধেরিতে নিজের অফিসের জন্য একটি জায়গা নিয়েছিলেন অভিনেতা যেটা গতবছর ডিসেম্বরে ৯ কোটি তাকে বিক্রি করে দেন।

৫. করিশ্মা কাপুর (Karishma Kapoor)

Amitabh Bacchan,Abhishek Bacchan,Priyanka Chopra,Akshay Kumar,Karishma Kapoor,অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,অক্ষয় কুমার,করিশ্মা কাপুর,বাড়ি বিক্রি,Bollywood Celebrities who sold houses,amitabh bacchan sold house at 23 crore,5 bollywood celebrities who sold their own houses

বলিউডের অভিনেত্রী করিশ্মা কাপুর একসময় সুপারহিট সিনেমার দৌলতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। বলিউডের দৌলতেই কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে অভিনেত্রীর। তবে ২০২০ সালে নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দেন তিনি। ১০.১১ কোটি টাকায় করিশ্মা  কাপুরের ফ্ল্যাট বিক্রির হবার খবর রীতিমত শিরোনাম হয়ে গিয়েছিল।

site