• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার হবে শ্যুটিং ফ্লোরে, বাড়িতে কাপড়কাচা-ইস্ত্রি সবই করেন Big B! জানালেন অমিতাভ বচ্চন

Updated on:

Amitabh Bachchan reveals in Kaun Banega Crorepati that he washes his clothes and iron them

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে সম্পূর্ণ অন্য এক অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) দেখতে পাওয়া যায়। প্রতিযোগীদের সঙ্গে নানান মজার মজার বিষয়ে কথাও বলেন বলিউড সুপারস্টার। সম্প্রতি যেমন ‘কেবিসি’র (Kaun Banega Crorepati) সেটেই এক প্রতিযোগীর সঙ্গে গল্প করতে করতে বচ্চন বাড়ির অন্দরের বেশ কিছু অজানা কথা ফাঁস করেন তিনি।

বিগ বি’র সঙ্গে হট সিটে বসেছিলেন পিঙ্কি জাওয়ারানি নামের এক প্রতিযোগী। তাঁর প্রশ্ন ছিল, বলিউড সেলেবরা কি আদৌ নিজেদের পোশাক ধোওয়াধুয়ি করেন? কারণ তারকাদের কিন্তু এক পোশাক দ্বিতীয়বার পরতে প্রায় দেখাই যায় না। অমিতাভের কাছে পিঙ্কি প্রশ্ন রাখেন, ‘আপনাদের কখনও আমরা এক পোশাকে দেখতে পাই না। আপনারা কখনও জামাকাপড় রিপিট করেন?’

Amitabh Bachchan in KBC

পিঙ্কির প্রশ্নে অমিতাভ বলেন, ‘আপনারা হয়তো এক জামাকাপড়ে আমাদের দেখতে পান না। তবে আমরা কিন্তু এক পোশাক বহুবার পরি’। একথা শোনার পর ‘কেবিসি’ প্রতিযোগী পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাদের বাড়িতে কি জামাকাপড় ধোওয়া হয়?’

পিঙ্কির মুখ থেকে এই প্রশ্ন শোনার পর আর নিজের হাসি চেপে রাখতে পারেননি বলি তারকা। হাসতে হাসতেই তিনি বলেন, ‘হ্যাঁ, অনেক সময় তো আমি নিজের পোশাক আমি নিজেই ধুই। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাদের নিত্যনতুন পোশাক পরতে হয়। কিন্তু আপনারা আমাদের বাড়ি গেলে দেখতে পারবেন আমরা কিন্তু সেই একই কুর্তা এবং পাজামা পরে রয়েছি’।

Amitabh Bachchan sad

এরপর পিঙ্কির প্রশ্ন আসে, ‘সেই পোশাকগুলি ধোওয়া?’ অমিতাভ বলেন, ‘অবশ্যই। আপনারা কি বলতে চাইছেন আমরা একটা পোশাক পরেই সেটা ফেলে দিই?’। পিঙ্কি জবাব দেন, ‘আমি আসলে ভাবতাম সেই পোশাকগুলি কোনও ডিজাইনারকে পাঠিয়ে দেওয়া হয়’। একথা শুনে আরও অবাক হয়ে যান বিগ বি। উত্তরে বলেন, ‘ডিজাইনাররাও আজকাল পোশাক ধুয়ে দেন নাকি!’

এরপর ‘কেবিসি’ প্রতিযোগীকে বুঝিয়ে অমিতাভ বলেন, ‘আমরা নিজেরা জামাকাপড় ধুই। সেগুলো ইস্ত্রিও করি। আবার ভাজ করে তুলেও রাখি। তারপর আবার ঘুম থেকে উঠে সেগুলো পরেই সেটে চলে আসি। কিন্তু এরপর যা হয় তা আমার ডিজাইনারই কেবল আপনাকে বলতে পারবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥