• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কটের সিজনে মুখ বন্ধ রাখুন! আলিয়ার বেফাঁস মন্তব্যের পর এবার অমিতাভকে হুমকি নেটিজেনদের

গত কয়েকমাস ধরেই সামাজিক মাধ্যম খুললেই ‘বয়কট’ ট্রেন্ড (Bycott trend) চোখে পড়ছে। বলিউড তো বটেই টলিউডের একাধিক ছবিও বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। এই ‘বয়কট’ ট্রেন্ডের গেরোয় ফেঁসে একেবারে নাজেহাল দশা হিন্দি সিনে দুনিয়ায়। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে তো ছবি রিলিজের আগেই উঠছে বয়কটের ডাক।

এমনটাই হয়েছে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত বিগ বাজেট ছবি ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) সঙ্গে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবি মুক্তির আগেই বয়কটের ডাক তুলেছেন নেটিজেনরা। যে কারণে কপালে হাত পড়েছে নির্মাতাদের। এবার এই ‘বয়কট’ ট্রেন্ড নিয়েই ঘুরিয়ে নেটিজেনদের একহাত নিলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

   

Amitabh Bachchan in Brahmastra

‘বিগ বি’ই অবশ্য প্রথম নন, এর আগেও বহু তারকা বিভিন্ন সময় বয়কট ট্রেন্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। তবে এই বর্ষীয়ান অভিনেতার টুইটটি নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি একটি টুইট করে ‘বিগ বি’ লিখেছেন, ‘কিছু কথা বলার ইচ্ছা করে। কিন্তু করলেও কীভাবে করব! এখন প্রত্যেক কথা থেকেই চর্চা শুরু হয়ে যায়’। নেটিজেনদের একাংশের মত, বয়কটকারীদের দিকে ইঙ্গিত করেই এই টুইট করেছেন অভিনেতা।

অমিতাভ এই টুইট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। অনেকে তো তাঁকে একপ্রকার ‘হুমকি’ও দিয়েছেন। একজন যেমন লিখেছেন, ‘এখন এমন ঝুঁকি নেবেন না স্যার। নাহলে প্রতীক্ষার বাইরে দেখবেন ইডি প্রতীক্ষা করছে’। আর একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র রিলিজের আগে কোনও কথা বলবেন না’।

তৃতীয় নেটাগরিক আবার অমিতাভের একটি সিনেমা থেকে আসামীর পোশাক পরিহিত অবস্থায় তাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ‘এখন এমন ঝুঁকি একেবারেই নেবেন না। বাস্তবে এমন পোশাক পরে কিন্তু একেবারেই আপনাকে ভালোলাগবে না’।

Amitabh Bachchan sad

সম্প্রতি আবার ‘ব্রহ্মাস্ত্র’র নায়িকা আলিয়া ভাট একটি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে বসেন। এরপর থেকেই আরও জোরালো হয়েছে তাঁর ছবি বয়কটের ডাক। রণবীর কাপুরের ঘরণী বলেন, ‘আমার সিনেমা পছন্দ না হলে দেখতে হবে না’। আর তাতেই চটে যান নেটিজেনদের একাংশ।

‘ব্রহ্মাস্ত্র’র দিক থেকে বলা হলে, অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুখি পাবে এই ছবি।